X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৪

জোফরা আর্চার ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন জোফরা আর্চার। বারবাডোজে জন্ম নেওয়া এই পেসারকে রেখে শুক্রবার ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ার কিছু দিনের মধ্যে মে মাসে আন্তর্জাতিক অভিষেক হয় আর্চারের। বিশ্বকাপ জয় ও অ্যাশেজে সাফল্য ধরে রাখতে বল হাতে দুর্দান্ত ছিলেন এই তরুণ পেসার। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে ২০ উইকেট নিয়ে দেশের শীর্ষ বোলার ছিলেন এবং অ্যাশেজে ৪ ম্যাচে নেন ২২ উইকেট। এবার তার পুরস্কার পেলেন কেন্দ্রীয় চুক্তিতে থেকে।

আর্চারের মতো তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ৬ খেলোয়াড়ের অন্যলা হলেন জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার ও ক্রিস ওকস। কেবল টেস্টের তালিকায় আছেন স্যাম কারান, ররি বার্নস, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১০ খেলোয়াড় এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১২ জন। প্রথমবার সাদা বলের চুক্তিতে জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান জো ডেনলি। টেস্ট চুক্তি থেকে বাদ পড়েছেন মঈন আলী ও আদিল রশিদ। যদিও সীমিত ওভারের চুক্তিতে আছেন দুজনই। এই তালিকা থেকে বাদ পড়েছেন অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট ও ডেভিড উইলি।

অ্যাশেজে ফর্মহীন থাকা জেসন রয়কে কেবল রাখা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির তালিকায়। সীমিত ওভারের ক্রিকেটের চুক্তিতে নাম থাকায় ধারণা করা হচ্ছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক এউইন মরগান।

ইসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:

টেস্ট: জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, জো ডেনলি, এউইন মরগান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ইনক্রিমেন্টাল: টম কারান, জ্যাক লিচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও