X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৪

জোফরা আর্চার ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন জোফরা আর্চার। বারবাডোজে জন্ম নেওয়া এই পেসারকে রেখে শুক্রবার ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ার কিছু দিনের মধ্যে মে মাসে আন্তর্জাতিক অভিষেক হয় আর্চারের। বিশ্বকাপ জয় ও অ্যাশেজে সাফল্য ধরে রাখতে বল হাতে দুর্দান্ত ছিলেন এই তরুণ পেসার। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে ২০ উইকেট নিয়ে দেশের শীর্ষ বোলার ছিলেন এবং অ্যাশেজে ৪ ম্যাচে নেন ২২ উইকেট। এবার তার পুরস্কার পেলেন কেন্দ্রীয় চুক্তিতে থেকে।

আর্চারের মতো তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ৬ খেলোয়াড়ের অন্যলা হলেন জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার ও ক্রিস ওকস। কেবল টেস্টের তালিকায় আছেন স্যাম কারান, ররি বার্নস, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১০ খেলোয়াড় এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১২ জন। প্রথমবার সাদা বলের চুক্তিতে জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান জো ডেনলি। টেস্ট চুক্তি থেকে বাদ পড়েছেন মঈন আলী ও আদিল রশিদ। যদিও সীমিত ওভারের চুক্তিতে আছেন দুজনই। এই তালিকা থেকে বাদ পড়েছেন অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট ও ডেভিড উইলি।

অ্যাশেজে ফর্মহীন থাকা জেসন রয়কে কেবল রাখা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির তালিকায়। সীমিত ওভারের ক্রিকেটের চুক্তিতে নাম থাকায় ধারণা করা হচ্ছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক এউইন মরগান।

ইসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:

টেস্ট: জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, জো ডেনলি, এউইন মরগান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ইনক্রিমেন্টাল: টম কারান, জ্যাক লিচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা