X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

জিম্বাবুয়ে দলের আর্থিক সমস্যা মিটিয়ে দিলো বিসিবি

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

জিম্বাবুয়ে ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজে আজই (শুক্রবার) ছিল জিম্বাবুয়ের শেষ ম্যাচ। তাদের জন্য ঢাকায় হোটেল বুকিং দেওয়া আছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি থাকতে হবে তাদের। কিন্তু বাড়তি দুই দিনের হোটেল ভাড়া দেওয়ার টাকা নেই জিম্বাবুয়ে দলের কাছে! এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বিসিবি।

বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জিম্বাবুয়ে দলের সামনের কয়েকদিনের হোটেল ভাড়াসহ সব খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা জিম্বাবুয়ের। কিন্তু তাদের হোটেল বুকিং দেওয়া ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। বাড়তি দুই দিনের ব্যবস্থা নিজেদেরই করার কথা আফ্রিকার দলটির। কেননা নির্ধারিত সময় পর্যন্ত স্বাগতিক দেশ অর্থ দেয়, আর বাড়তি দিনগুলোতে সফরকারী দলকেই খরচ বহন করতে হয়। কিন্তু জিম্বাবুয়ে সেই খরচ বহন করার মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে বিসিবি আর্থিক দায়িত্ব নেওয়ার সব ঝামেলা মিটে গেছে এখন।

জিম্বাবুয়ে দলকে নিজেদের অর্থায়নে হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। সফরকারী দলের যে কোনও আর্থিক সমস্যা নিরসন করার দায়িত্ব মূলত স্বাগতিক বোর্ডেরই। সেই প্রথা মেনেই জিম্বাবুয়েকে সাহায্য করা হবে উল্লেখ্য করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেছেন, ‘এটি একটি প্রচলিত প্রথা, স্বাগতিক দেশ সফরকারী দলগুলোর খরচ বহন করবে। এমনকি সফরকারী দলের যদি কোনও প্রকার আর্থিক সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে স্বাগতিক বোর্ড এটি সামলাবে এবং এরপর একটি চিঠি দেবে সফরকারী দলের ক্রিকেট বোর্ডকে। এটা আসলে দুই বোর্ডের অভ্যন্তরীণ বিষয়।’

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টানা তিন ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। শুক্রবার নিজেদের শেষ ম্যাচটি অবশ্য জয়ে রাঙিয়েছে তারা। চট্টগ্রামের এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন হ্যামিল্টন মাসাকাদজা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই