X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশের দল

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

টি-টেন লিগের আয়োজকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন বাংলা টাইগার্সের দুই মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম ২০১৭ সালে প্রথম আসরেই সাড়া ফেলেছিল আবুধাবি টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্টের উত্তেজনা আরও ছড়িয়েছে গত বছর। এবার সেই উত্তেজনা বাংলাদেশে ছড়িয়ে দিতে আয়োজকরা প্রতিযোগিতায় যোগ করেছে নতুন দল ‘বাংলা টাইগার্স’। যেখানে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের মিলনমেলার প্রত্যাশা বাংলাদেশি মালিকানার দলটির।

টি-টেন প্রতিযোগিতায় নতুন এই দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম। সংযুক্ত আরব আমিরাতে প্রচুর প্রবাসী বাংলাদেশি থাকায় সুযোগটা নিয়েছেন তারা। তাছাড়া বাংলাদেশের মানুষদের ক্রিকেটের প্রতি ভালোবাসাও বড় প্রভাবক হিসেবে কাজ করেছে ‘বাংলা টাইগার্স’ দল গঠন করার পথে।

আবুধাবির টুর্নামেন্টের আয়োজকরাও বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার বিষয়টি আমলে নিয়েছে। আর সেটি আবুধাবি টি-টেন লিগের চেয়ারম্যান শাজি উল মুল্কের কথাতেই স্পষ্ট, ‘বাংলা টাইগার্সকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। গত আসরে বেঙ্গল টাইগার্স নামে খেলা দলটির মালিক সামনের আসরে তাদের নাম পাল্টে করেছে দিল্লি বুলস। এটা আমাদের বড় একটি সুযোগ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর দৃষ্টি রাখতে। বাংলা টাইগার্স বাংলাদেশের ক্রিকেটের চেতনাকে প্রতিনিধিত্ব করবে।’

৮ দলের এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আনন্দিত ‘বাংলা টাইগার্স’-এর অন্যতম মালিক ইয়াসিন চৌধুরী, ‘টি-টেন ক্রিকেটের মতো জনপ্রিয় টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের আশা, এখানকার বাংলাদেশি কমিউনিটি খেলা দেখতে আসবে এবং দলকে সাহস জোগাবে।’

বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড়দের নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন ইয়াসিন, ‘আমরা আশা করছি, এবারের আসরে অন্তত পাঁচজন জাতীয় দলের খেলোয়াড়কে আনতে পারব। আমরা নিজেদের সেরাটা দিয়ে এই প্রতিযোগিতায় লড়াই করতে চাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাবেক সেক্রেটারি ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমও আছেন দলটির মালিকানায়। তিনি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ৭ লাখ বাংলাদেশি আছেন, তাদের সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেট ভক্তকে যুক্ত করতে চাই, যাতে তারা আমাদের দলকে সমর্থন দেন। গোটা স্টেডিয়ামে দলের জন্য বাংলাদেশ ভক্তদের আওয়াজ শুনতে পেলে ভালো লাগবে।’

১৪ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ২০১৯ সালের টি-টেন লিগ। ১০ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল হবে ২৪ নভেম্বর। গালফ নিউজ

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই