X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতকে হারিয়ে বাংলাদেশের যুব দলের সমতা

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২

ভারত ও বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের লড়াই ভারতে অনূর্ধ্ব-২৩ দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানে হেরেছিল বাংলাদেশ। শনিবার ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্বাগতিকদের ৫ রানে হারিয়ে সমতা ফেরালো সাইফ হাসানের দল। দুই ম্যাচ শেষে ১-১ এ সমতায় দুই দল।

লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংস থামে ২ উইকেটে ১৪৯ রানে। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ২১৮ রান। কিন্তু স্বাগতিকরা ৭ উইকেটে থামে ২১২ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে সাইফ ও শেখ মেহেদী হাসান উদ্বোধনী জুটিতে করেন ৫২ রান। মেহেদী ২৫ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর সাইফ ও ফারদিন হাসান ইনিংস সেরা ৭৫ রানের জুটি গড়েন।

৯২ বলে চারটি চার ও একটি ছয়ে ৬৪ রানে আউট হন সাইফ। ৩৫তম ওভারে বৃষ্টি নামার আগে বাংলাদেশ করে ২ উইকেটে ১৪১ রান। আবার খেলা শুরু হলে সফরকারীরা আর মাত্র ৮টি বল খেলতে পারে। ৩৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান করে তারা।

বড় লক্ষ্যে নেমে ৭৭ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে ভারত। যদিও ৩ রানের ব্যবধানে দুই ওপেনার যশস্বী ভুপেন্দ্র জয়সাল (৩৪) ও মাধব কৌশিককে (৩৪) হারায় স্বাগতিকরা।

এরপর বি আর শরৎ অধিনায়ক প্রিয়ম গর্গকে নিয়ে পঞ্চাশ ছাড়ানো জুটিতে দলকে জয়ের পথে রেখেছিলেন। কিন্তু ইনিংস সেরা ৫৫ রানে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দ্রুত ফিরে যান ঋত্বিক রায় চৌধুরীও (৫)। তারপরও প্রিয়মের হাফসেঞ্চুরি স্বস্তিতে রেখেছিল ভারতকে। শেষ ওভারের আগে দলীয় ২০৮ রানে প্রতিপক্ষ অধিনায়ককে ফিরিয়ে দারুণ ব্রেক থ্রু আনেন সুমন খান। প্রিয়ম ৫৩ রানে আউট হন।

শেষ ওভারে ৯ রান দরকার ছিল ভারতের। বল হাতে আবু হায়দার রনি নেন দায়িত্ব। প্রথম ও পঞ্চম বলে দুটি উইকেট শিকার করেন তিনি। তাতে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ।

রনি ও সুমন দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। ৫ ম্যাচ সিরিজের তৃতীয়টি হবে আগামী সোমবার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া