X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ওয়াটফোর্ডকে গুঁড়িয়ে দিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৬

লিগে প্রথম হ্যাটট্রিকের পর বার্নার্দো সিলভার (ডানে) উদযাপন নরউইচ সিটির কাছে হারের পর ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ালো বিধ্বংসী জয়ে। বার্নার্দো সিলভার হ্যাটট্রিকে টেবিলের শেষ দল ওয়াটফোর্ডকে তারা গুঁড়িয়ে দিলো। ইতিহাদ স্টেডিয়ামে গত মৌসুমের চ্যাম্পিয়নরা জিতেছে ৮-০ গোলে।

প্রথম দল হিসেবে লিগে ১৮ মিনিটে পাঁচবার প্রতিপক্ষের জালে বল জড়ায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে যোগ হয় আরও তিন গোল। তাতে লিগ ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল। অবশ্য এক গোলের জন্য ছোঁয়া হয়নি ১৯৯৫ সালে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ম্যানইউর ৯-০ গোলে জয়ের রেকর্ড।

জানুয়ারির পর গত সপ্তাহে নরউইচের কাছে প্রথম লিগ ম্যাচ হারের পাল্টা জবাব মাত্র ৫২ সেকেন্ডে দেয় চ্যাম্পিয়নরা। কেভিন ডি ব্রুইনের চমৎকার পাস থেকে গোলমুখ খোলেন দাভিদ সিলভা। বেন ফস্টার বক্সের মধ্যে রিয়াদ মাহরেজকে ফাউল করলে পেনাল্টি থেকে ৭ মিনিটে গোল করেন সের্হিয়ো আগুয়েরো। ইতিহাদ স্টেডিয়ামে ১০০তম লিগ গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

১২ মিনিটে মাহরেজের বাঁকানো ফ্রি কিক জালে ঢুকলে ম্যানসিটি ৩ গোলে এগিয়ে যায়। এরপর বার্নার্দো ও নিকোলাস ওতামেন্দির লক্ষ্যভেদে ১৮ মিনিটের মধ্যে স্বাগতিকদের স্কোর হয় ৫-০।

বিরতির পর গোলমুখ আরও শক্ত করতে বাড়তি ডিফেন্ডার নামায় ওয়াটফোর্ড। তাতে প্রথমার্ধের মতো ক্ষতিগ্রস্ত হয়নি তারা। যদিও দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বার্নার্দো ষষ্ঠ গোল দেন। এই পর্তুগিজ মিডফিল্ডার প্রথম লিগ হ্যাটট্রিক করেন ৬০ মিনিটের গোলে। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে ডি ব্রুইন করেন ম্যানসিটির অষ্টম গোল।

এই জয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের (১৫) সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান কমালো ম্যানসিটি। ৬ ম্যাচে তাদের অর্জন ১৩ পয়েন্ট।

দিনের আরেক ম্যাচে টটেনহাম হটস্পার ২-১ গোলে হেরে গেছে লিস্টার সিটির মাঠে। অ্যাওয়ে ম্যাচ জয়ের জন্য ৮ মাসের দীর্ঘ অপেক্ষার অবসান তারা ঘটাতে পারেনি এগিয়ে গিয়েও। ২৯ মিনিটে হ্যারি কেইন স্পারদের এগিয়ে দেন। সার্জ অরিয়েরের গোলে ব্যবধান দ্বিগুণ করেছিল তারা, কিন্তু ভিএআরের ব্যবহারে সন হিউং মিনের অফসাইডের সিদ্ধান্তে গোল উদযাপন করা হয়নি।

বিরতির পর ঘুরে দাঁড়ায় লিস্টার। ৬৯ মিনিটে রিকার্ডো পেরেইরা সমতা ফেরান। ৮৫ মিনিটে জেমস ম্যাডিসনের গোলে স্পারদের দ্বিতীয় হারের তেতো স্বাদ দেয় লিস্টার।

ষষ্ঠ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো লিস্টার। ৮ পয়েন্ট নিয়ে টটেনহাম পঞ্চম স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি