X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘আমরা কখনও রশিদকে ভয় পাইনি’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৪

মোসাদ্দেক হোসেন (ফাইল ছবি) প্রতিপক্ষ দলে যখন রশিদ খান, তখন তাকে নিয়ে একটা আলাদা ভাবনা থেকেই যায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গত কয়েক ম্যাচ ধরে সাকিবদের কঠিন পরীক্ষা নেন এই লেগস্পিনার। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়খরা কাটানোর পর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন জানালেন, রশিদকে তারা কখনও ভয় পান না।


চট্টগ্রাম টেস্টে ১১ উইকেট নিয়ে বাংলাদেশ বধে বড় ভূমিকা রাখেন আফগান অধিনায়ক রশিদ। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে দুটি করে উইকেট নেন। শনিবারও স্বাগতিকদের ভড়কে দেন দুটি উইকেট নিয়ে। তবে ১৮তম ওভারে সাকিব-মোসাদ্দেক তার বলে করেন ১৮ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় স্বাগতিকরা।
ওই ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন মোসাদ্দেক। একটি করে ছয় ও চার মারেন সাকিবও। শেষ ৩ ওভারে যখন ২৭ রান দরকার, তখন রশিদের বিরুদ্ধে ওমন ভয়ডরহীন ক্রিকেট আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দেক শোনালেন সেই কথা, ‘কখনও বলেছি আমরা রশিদ খানকে ভয় পাই! তাকে ভয় পাওয়ার কিছু নেই।’
ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠের বাইরে যেতে হয় রশিদকে। কয়েক ওভার পর ফিরে পরপর দুই ওভারে দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে শঙ্কায় ফেলে দেন। বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করতে হয়েছিল তাকে। তবে এই চোট বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল মানতে নারাজ মোসাদ্দেক, ‘এভাবে বলা উচিত নয়। ইনজুরি নিয়ে আগের ওভারেই তো উইকেটে পেয়েছে রশিদ। আমাদের একটা ওভারে সুযোগ নিতেই হতো। আমরা তার ওই ওভারে সফল হয়েছি।’
আগামী মঙ্গলবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ৪ উইকেটের এই জয় আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। মোসাদ্দেক বলেছেন, ‘ফাইনালের আগে এমন একটা ম্যাচ জেতা খুব দরকার ছিল। তবে জিতেছি বলে আকাশে উড়ছি না, আবার হেরে গেলেও মাটিতে পড়ে যেতাম না। ফাইনালে যে কোনও কিছুই হতে পারে। তবে জয় সবসময় আত্মবিশ্বাসী করে।’
চট্টগ্রামে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয় পেয়েছে বাংলাদেশ। এই দুই ম্যাচের মতো ফাইনালে খেলতে পারলে সাফল্য আসবে মনে করেন মোসাদ্দেক, ‘শেষ দুটি ম্যাচে আমার ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এভাবে ফাইনালেও খেলতে পারলে ট্রফি জেতা কঠিন কিছু না।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ