X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কে হবেন ফিফার বর্ষসেরা?

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪২

কে হবেন ফিফা দ্য বেস্ট? ২০১৮ সাল থেকেই দেখা যাচ্ছে ব্যতিক্রম ধারা। ইউরোপ সেরা তো বটেই, বিশ্বসেরার মঞ্চে ফিফা দ্য বেস্টেও লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো মাথায় উঠেনি শ্রেষ্ঠত্বের মুকুট। গতবারের মতো এবারও ফেভারিটের তালিকায় অন্য আরেকজন। তিনি লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

এইতো কিছুদিন আগে মেসি-রোনালদোকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন ফন ডাইক। আজ মিলানের অপেরা হাউজ লা স্কালায় ঘোষণা করা হবে-ফিফা দ্য বেস্ট বা বর্ষসেরা ফুটবলারের নাম। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে ফিফার ইউটিউব ও ফেসবুক পেজে।

উয়েফার বর্ষসেরা পুরস্কারকে বলা হয় ফিফা দ্য বেস্ট জেতার প্রথম ধাপ। সে হিসেবে পাল্লা ভারি ডাইকেরই। অবশ্য লিওনেল মেসি ও রোনালদোরও সাফল্য কম নয়। জুভেন্টাসে গিয়ে লিগ শিরোপা জিতেছেন রোনালদো, পর্তুগালের হয়ে জিতেছেন নেশন্স লিগ। মেসি বার্সেলোনাকে জিতিয়েছেন লিগ শিরোপা। আবার লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

তবে তাদের চেয়ে বড় অর্জন ছিল ডাইকের। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের দুইবার ফাইনালে উঠার ক্ষেত্রে তিনি প্রভাবকের ভূমিকায় ছিলেন ডিফেন্ডার হয়ে। একবার রানার্স আপ হলেও শেষবার লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয় ও প্রিমিয়ার লিগে রানার্স আপ হতে ভূমিকা রেখেছিলেন। নিজ দেশ নেদারল্যান্ডসের হয়ে নেশন্স লিগ রানার্স আপ হতেও ভূমিকা রেখেছেন।

তাতেই আগস্টে ফিফা দ্য বেস্টের মনোনয়ন প্রাপ্তদের তালিকায় মেসি ও রোনালদোর সঙ্গে নাম উঠে গিয়েছিল তার। মেসি গতবার এই তালিকা থেকে বাদ পড়লেও এবার ৫১টি গোল করে জায়গা করে নিয়েছেন।

জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচের সঙ্গে নির্বাচিত সাংবাদিকদের ভোটে ঘোষণা করা হবে ফিফার বর্ষসেরা বিজয়ীর নাম। আরও দেওয়া হবে ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের পুরস্কার। এছাড়া বর্ষসেরা গোলকিপার ও কোচের নামটিও ঘোষণা করা হবে। কোচের সংক্ষিপ্ত এই তালিকায় এবার আছেন- ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা ও পচেত্তিনো।  গোলকিপারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন- আলিসন বেকার, এদেরসন ও মার্ক আন্দ্রে টের স্টেগেন।

একই সঙ্গে মহিলা বর্ষসেরা খেলোয়াড়, কোচের পুরস্কার ও পুসকাস অ্যাওয়ার্ডও ঘোষণা করা হবে এই অনুষ্ঠানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা