X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

১০০ বলের ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করবেন হরভজন

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ১৪:১৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৪:১৩

হরভজন সিং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইন, এখনও খেলা চালিয়ে যাচ্ছেন, এমন কোনও ভারতীয় বিদেশি লিগে খেলতে পারবেন না। জাতীয় দলের বাইরে থাকলেও হরভজন সিং খেলা চালিয়ে যাচ্ছেন। এই স্পিনার ‍আছেন ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে। যদিও প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তিনি।

ক্রিকেটে আরও উত্তেজনা ছড়াতে ইংল্যান্ড ও ওয়েলস ‍ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজন করতে যাচ্ছে ১০০ বলের টুর্নামেন্ট। প্রতিযোগিতাটির জন্য বিদেশি ২৫ খেলোয়াড়ের ড্রাফটে আছে হরভজন সিংয়ের নাম। ১ লাখ পাউন্ড ভিত্তি মূল্য ধরা হয়েছে এই স্পিনারের। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরে রাখা হরভজন ড্রাফট থেকে নাম সরিয়ে নিচ্ছেন।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী খেলা চালিয়ে যাওয়া কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশি লিগে খেলতে পারবেন না। বোর্ডের নিয়মের প্রতি সম্মান জানিয়ে ১০০ বলের ক্রিকেটে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন হরভজন। আইপিএল যেহেতু বিসিসিআইয়ের অধীনে, সেই হিসেবে কুড়ি ওভারের টুর্নামেন্টে খেলতে হলে ভারতীয় বোর্ডের নিয়ম মানতেই হবে। ১০০ বলের ক্রিকেট হরভজনের মনে উত্তেজনা ছড়ালেও সামনের মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলেই তার পুরো নজর।

ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে তিনি বলেছেন, ‘আমার কাছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও চেন্নাই সুপার কিংসের প্রাধান্য সবচেয়ে বেশি। চেন্নাইয়ে দুটো দারুণ মৌসুম পার করেছি, যেখানে আমরা দুইবারই ফাইনাল খেলেছি। এই মুহূর্তে তিন নম্বর মৌসুমের অপেক্ষায় আছি আমি।’

এই কারণেই টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন ১০০ বলের ক্রিকেট থেকে, ‘আমার বোর্ডের নিয়মকে আমি সম্মান করি। আমি কখনও বিসিসিআইয়ের নিয়মকে অবজ্ঞা করিনি। এর অর্থ হলো (দ্য হান্ড্রেড) ড্রাফট থেকে আমার নাম প্রত্যাহার করতে হবে। আমি আমার নাম সরিয়ে নেবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল