X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মাঠে ফেরার লড়াইয়ে খালেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ১৯:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:০৬

মাঠে ফেরার লড়াইয়ে মোস্তাফিজকেও পাশে পেয়েছেন খালেদ (বাঁয়ে) অন্যরা যখন জাতীয় লিগে খেলার প্রস্তুতি নিচ্ছেন, খালেদ আহমেদ তখন ফিটনেস ফিরে পেতে মরিয়া। গত মে মাসে হাঁটুর ইনজুরিতে পড়া এই পেসারের অস্ত্রোপচার হয়েছে জুলাইয়ে, ভারতের মুম্বাইয়ে। আপাতত মিরপুর ক্রিকেট একাডেমিতে ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে ফিটনেস ফিরে পেতে ব্যস্ত তিনি। তার আশা, ডিসেম্বরের মধ্যে পুরো দমে বল করতে পারবেন।

বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলার সময় খালেদের কণ্ঠে ফুটে উঠলো আশাবাদ, ‘রিহ্যাব চলছে। আলহামদুলিল্লাহ, এখন ৭০ ভাগ ঠিক আছি। নভেম্বরের শেষ দিকে আমাকে বোলিংয়ের অনুমতি দিতে পারে। আশা করি, এর মধ্যেই রিহ্যাবের প্রাথমিক কার্যক্রম শেষ করে বল হাতে নেওয়ার সুযোগ পাবো। ডিসেম্বরে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাই। রিহ্যাবের অংশ হিসেবে স্যান্ড পিটে কাজ করছি। পাশাপাশি জিম, রানিং, ওয়েট লিফটিং, স্কোয়াট, লেগ প্রেস করছি।’

অনুশীলন বা কোনও ম্যাচের সময় নয়, খালেদ ইনজুরিতে পড়েছিলেন অদ্ভুতভাবে। তিনি জানালেন, ‘রোজার মাসে ক্যাম্প ছিল। ঈদের আগের দিন ছুটিতে সিলেটে বাড়িতে গিয়েছি। টিভি দেখতে বসে পায়ে টান লেগেছিল। তখন পায়ে জোরে ঝাড়া দিয়েছিলাম। ওই সময় লিগামেন্ট ছিঁড়ে যায়।’

খালেদ আরও জানালেন, “জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফ্যাটোর অধীনে এখনও কাজ করা হয়নি। তবে উনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, ‘এখন যার অধীনে আছো, তার পরামর্শ অনুযায়ী কাজ করো। আমি তোমাকে নিয়ে পরে কাজ করবো।”

গত নভেম্বরে ঢাকায় টেস্ট অভিষেক। এরপর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সুযোগ পান একটি টেস্টে। দুটো টেস্ট খেললেও উইকেটের দেখা পাননি। তবে অনেকদিন মাঠের বাইরে থাকাই বেশি পোড়াচ্ছে ২৭ বছর বয়সী খালেদকে, “অনেকদিন ধরে আমি মাঠের বাইরে। এটা ভীষণ হতাশাজনক। ‘এ’ দলের হয়ে খেলতে পারলাম না, আফগানিস্তান সিরিজ মিস হলো, জাতীয় লিগের শুরুতেও খেলতে পারবো না। অবশ্য ভালো খেলতে পারলে জাতীয় দলে কামব্যাক করবোই।”

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি