X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অশ্বিন আমার উইকেটের রেকর্ড ভেঙে দেবে: হরভজন

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৭

নতুন কীর্তি গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন টেস্টে ভারতের দ্রুততম ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা এই স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির আরেক অফ স্পিনার হরভজন সিং। অশ্বিনের ৬০০ টেস্ট উইকেট নেওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি।

বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছেন অশ্বিন। লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেই জাদু দেখানো এই স্পিনার সম্পর্কে হরভজনের বক্তব্য, ‘লোকজন খুব বলাবলি করে দেশের মাটিতে সে (অশ্বিন) খুব ভালো বোলিং করতে পারে। কিন্তু আমার কথা হলো, ওই একই পিচে অন্য স্পিনাররাও বল করে, তারা তো এতটা সাফল্য পায় না। ও সবার থেকে ভালো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ৩৫০ উইকেট পূরণ করেছেন অশ্বিন। ৬৬ টেস্টে এই মাইলফলক স্পর্শ করে পেছনে ফেলেছেন অনিল কুম্বলেকে (৭৭ টেস্ট)। তিনিই এখন ভারতের সবচেয়ে দ্রুততম ৩৫০ উইকেট শিকারি। নতুন কীর্তি গড়া অশ্বিন শিগগিরই ৪০০ উইকেট পূরণ করবেন বলে বিশ্বাস হরভজনের।

৬১৯ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি কুম্বলে। দ্বিতীয় স্থানে থাকা কপিল দেবের (৪৩৪) পর তৃতীয় স্থানে হরভজনের ৪১৭ উইকেট। অশ্বিন যে তার নিজের রেকর্ডটি ভেঙে দিচ্ছেন, তাতে সন্দেহ নেই হরভজনের, ‘৬০০ উইকেট পাবে কিনা, নিশ্চিত নই, তবে সে ৪১৭ উইকেটের খুব কাছাকাছি। যেভাবে সে এগোচ্ছে, তাতে নিশ্চিতভাবে ৪০০ উইকেট পেরিয়ে যাবে এবং ৫০০ উইকেটও পেয়ে যাবে। ৬০০ উইকেট অনেক দূরের পথ, তবে ফিট থাকলে তার ‍পক্ষে যে কোনও কিছু অর্জন করা সম্ভব।’

অশ্বিন তার ৩৫০ টেস্ট উইকেটের ২৪২টি পেয়েছেন ঘরের মাঠে খেলা ৩৯ ম্যাচ থেকে। বিপরীতে বাকি ১০৮ উইকেট পেয়েছেন বিদেশের মাটিতে খেলা ২৭ টেস্ট থেকে। এই স্পিনারের ২৮৫ উইকেট এসেছে উপমহাদেশে খেলা ৪৬ টেস্টে, আর মাত্র ৬৫ উইকেট পেয়েছেন তিনি উপমহাদেশের বাইরের ভেন্যু থেকে। টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া