X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

একযুগ পর ইংলিশ ক্রিকেট ছাড়ছেন অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৬:৩৪আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৬:৩৪

অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে একযুগের সম্পর্কের ইতি টানছেন অ্যান্ডি ফ্লাওয়ার। গত ১২ বছরে ইসিবির বিভিন্ন দায়িত্ব সামলেছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেট। যার মধ্যে ছিল ইংল্যান্ড দলের প্রধান কোচের গুরুদায়িত্বও।

ফ্লাওয়ারের কোচিংয়ে ইংল্যান্ড পেয়েছে অনেক বড় সাফল্য। তার অধীনে ইংলিশরা প্রথমবার জিতেছিল আইসিসির কোনও টুর্নামেন্ট। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের বছরে ১৯৮৬-৮৭ মৌসুমের অ্যাশেজের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে মর্যাদার সিরিজ জেতার কীর্তি গড়েছিল ইংল্যান্ড।

ইসিবির সঙ্গে ফ্লাওয়ার প্রথম যুক্ত হন ২০০৭ সালে প্রধান কোচ পিটার মুরের সহকারী হিসেবে। দুই বছর পর এই জিম্বাবুইয়েন পান প্রধান কোচের দায়িত্ব। ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে ভরাডুবির পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে নেন ‘টেকনিক্যাল ডিরেক্টর অব এলিট ক্রিকেট’-এর দায়িত্ব।

শনিবার এক বিবৃতিতে ইসিবি নিশ্চিত করেছে ফ্লাওয়ারের চলে যাওয়ার খবর। অবশ্য সাবেক জিম্বাবুয়েইন ব্যাটসম্যান ভবিষ্যৎ পরিকল্পনা ইংল্যান্ডভিত্তিকই করতে চান। একই সঙ্গে তিনি ইংল্যান্ডের নতুন কোচ ক্রিস সিলভারউডকেও দিয়েছেন সমর্থন।

ফ্লাওয়ার বলেছেন, ‘ক্রিস (সিলভারউড) ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার সুযোগ পাওয়ায় সত্যিই আমি খুশি। আমার মনে হয়, সে দারুণ কাজ করবে। একই সঙ্গে আমি শুভকামনা জানাতে চাই নতুন পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাটকে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে ফ্লাওয়ারের। অবশ্য ভবিষ্যৎ নিয়ে কিছু স্পষ্ট করেননি তিনি। তবে ইংল্যান্ডে কাজ করার ইচ্ছা তার, ‘অনেকদিন ধরে বড় কোনও ছুটি পাইনি আমি। আমি ইংল্যান্ডেই থাকব। আগের মতো করে ইংলিশ ক্রিকেটকে খুব কাছ থেকে দেখব, দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের।’

ফ্লাওয়ারের আগেই বেশ কয়েকটি বদল হয়েছে ইসিবিতে। পারিবারিক কারণে টিম ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। তার জায়গায় ফিরেছেন অ্যাশলে জাইস। প্রধান কোচের চেয়ার থেকে ট্রেভর বেলিস সরে দাঁড়ানোর পর বসানো হয়েছে সিলভারউডকে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া