X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সুমনের পেসে ফতুল্লায় ঢাকার দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৯:১৮আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৯:১৯

৫ উইকেট নিয়েছেন ঢাকার সুমন খান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফিরে দ্বিতীয় দিন আলো ছড়ান রাজশাহীর মুশফিকুর রহিম। হাফসেঞ্চুরি করেন জহুরুল ইসলামও। কিন্তু সুমন খানের তোপে পড়ে ঢাকার বিপক্ষে লিড নিতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। ফতুল্লায় তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের বড় লক্ষ্য দেওয়ার পথে ছুটছে ঢাকা।

প্রথম স্তরের এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ঢাকা ৪ উইকেট হাতে রেখে ২৪৯ রানে এগিয়ে। প্রথম ইনিংসে তারা ২৪০ রান করার পর রাজশাহীকে ১৯৭ রানে অলআউট করে। ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সুমন। প্রথম শ্রেণির ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে এক ইনিংসে এই কীর্তি গড়লেন ডানহাতি পেসার।

৬ উইকেট ১৭৩ রানে দিনের খেলা শুরু করে রাজশাহী। আগের দিন ৩ উইকেট নেওয়া সুমন ১৬ রানে ফেরান ফরহাদ রেজাকে। ৫৭ রানে নামা জহুরুল বিদায় নেন সালাউদ্দিন শাকিলের বলে। ২২০ বলে রাজশাহী অধিনায়ক করেন ৬৪ রান। পরের ওভারে তাইজুল ইসলামকে (৫) ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন সুমন। শফিউল ইসলামের (১০) শেষ উইকেট নেন সালাউদ্দিন।

সালাউদ্দিন তার সেরা বোলিং করেছেন ২৭ ওভারে ৫০ রান দিয়ে, ৯টি মেডেন ছিল। সালাউদ্দিন নেন ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৮৮ রানে ৩ উইকেট হারায় ঢাকা। এরপর রাকিবুল হাসান ও তাইবুর রহমানের হাফসেঞ্চুরিতে লিড বাড়াতে থাকে তারা। তাদের ৯৫ রানের জুটি ভাঙে রাকিবুল ৬৫ রানে ফরহাদের কাছে বোল্ড হলে। দিন শেষে তাইবুর ৬৭ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর পক্ষে তাইজুল তিনটি ও ফরহাদ দুটি উইকেট নেন।

প্রথম স্তরের আরেক খেলায় রংপুরের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২২৭ রানে। ৫ উইকেটে ১৬৯ তারা দিন শুরু করেছিল। খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাকের স্পিনে তারা সুবিধা করতে পারেনি। এই অফস্পিনার নেন ৪ উইকেট।

রংপুরের পক্ষে তানভীর হায়দার ৬৪ ও সোহরাওয়ার্দী শুভ ৫০ রান করেন আউট হন। খুলনার পক্ষে আল আমিন হোসেন ও রুবেল হোসেন নেন সমান দুটি করে উইকেট।

খুলনা প্রথম ইনিংস খেলতে নেমে দুই ওপেনারের হাফসেঞ্চুরিতে সুবিধাজনক স্থানে আছে। রবিউল ইসলাম রবি ৭৬ ও ইমরান উজ্জামানা ৭১ রানে আউট হন। ৩ উইকেটে ১৯২ রানে দিনের খেলা শেষ করেছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা