X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের আরেকটি হতাশার দিনে নেইমারের চোট

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ২০:০২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২০:৩৩

মাত্র ১২ মিনিট মাঠে ছিলেন নেইমার গত জুলাইয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে হতাশার বৃত্তে ব্রাজিল। রবিবার প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে সিঙ্গারপুরে দ্য ন্যাশনাল স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে তিতের শিষ্যরা।

প্রথমার্ধে একের পর এক কাউন্টার অ্যাটাকের সুফল পায় নাইজেরিয়া। ওসিমহেনসের ক্রস থেকে বল পান মোসেস সিমন, মাঝমাঠ থেকে দৌড়ে বক্সের মধ্যে ঢোকা জো আরিবোকে বল পাঠান তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন আরিবো।

এর আগে ১২ মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল নেইমারকে হারিয়ে। হ্যামস্ট্রিংয়ের ব্যথা নিয়ে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন, বেঞ্চে তাকে বাঁ ঊরুতে বরফ দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

পিএসজির এই স্ট্রাইকারের বদলে মাঠে ঢোকেন ফিলিপে কৌতিনিয়ো। বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে ধারে যাওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডারের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভেদ হয়নি।

বিরতির পর সমতায় ফেরে ব্রাজিল পরে নাইজেরিয়ান গোলরক্ষক উজোহ বাধায় গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনো গোলের দেখা পাননি। অবশ্য বিরতির পর সমতায় ফেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে আলভেসের দারুণ ক্রস থেকে মারকুইনহোস বল পান, তার শট ক্রসবারে লেগে ফিরে এলে কাসেমিরো করেন লক্ষ্যভেদ।

৫৬ মিনিটে জেসুসকে দুর্দান্ত সেভ করেন উজোহ। এর ৪ মিনিট পর কাসেমিরোর চমৎকার হেড লক্ষ্যভ্রষ্ট হয় ক্রসবারে আঘাত করে। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে কৌতিনিয়োর প্রচেষ্টা ফিরিয়ে দিয়ে নাইজেরিয়াকে বাঁচান ডিফেন্ডার আজাইয়ি।

এনিয়ে তিন মাসে চার ম্যাচ খেলেও জয়ের দেখা পেলো না ব্রাজিল। পেরুকে ৩-১ গোলে হারিয়ে মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার পর তিন ড্র ও একটি হারের তেতো স্বাদ পেয়েছে তারা। কোপা আমেরিকা জেতার পর কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে, এরপর পেরুর কাছে হার ১-০ গোলে। সেনেগালের সঙ্গে ১-১ গোলের ড্র করে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি