X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১১:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:৫০

সৌরভ গাঙ্গুলী হতে যাচ্ছেন বিসিসিআই প্রধান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে শুরুতে মনোনয়ন দাখিলের কথা শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলীর। রবিবার দিনভর নাটকের পর সর্বসম্মতিতে আগেভাগেই সবকিছু বলতে গেলে এখন চূড়ান্ত। ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় পত্রিকায় এখন সৌরভেরই জয়জয়কার। সভাপতি পদের জন্য সৌরভ গাঙ্গুলী মনোনয়ন দাখিল করবেন ১৪ অক্টোবর। আর এই পদের জন্য এখন একমাত্র প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাসোসিয়েশনের এই প্রধান। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৩ অক্টোবর। একটা সময় সভাপতি পদের জন্য গাঙ্গুলীর নাম প্রথমে শোনা গেলেও পরে ফেভারিট মনে করা হচ্ছিল বিতর্কিত বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের সমর্থিত সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলের নাম। কিন্তু গাঙ্গুলী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাঝে বৈঠকের পর পরই পাল্টে যায় সব হিসাব-নিকাশ। পরিবর্তিত অবস্থায় আইপিএল চেয়ারম্যান হিসেবে এখন দেখা যেতে পারে ব্রিজেশ প্যাটেলকে।

বলতে গেলে রাজনৈতিক বিবেচনা ও আগের বোর্ডের ক্ষমতাধররাই এখন বোর্ডের চালিকাশক্তি। সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরও আছেন এদের দলে। তার ভাই অরুণ সিং ধামাল হতে যাচ্ছেন বোর্ডের কোষাধ্যক্ষ।

অবশ্য সভাপতি হিসেবে পদে বসলেও গাঙ্গুলী দায়িত্ব পালন করতে পারবেন ১০ মাস। তার পরে লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী তিন বছরের জন্য বাইরে থাকতে হবে প্রশাসনিক কার্যক্রম থেকে। গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য বা জাতীয় পর্যায়ে কেউ টানা ছয় বছর দায়িত্ব পালন করলে বাইরে থাকার এই নিয়ম রাখা হয়েছে।

জানা গেছে, রবিবার মুম্বাইয়ে অনানুষ্ঠানিক সভাতে হয় এসব সিদ্ধান্ত। যার আয়োজক ছিলেন শ্রীনিবাসন! আরও জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে গাঙ্গুলী ও আইপিএল প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করেন সাবেক এই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। পরে তাকে সমর্থন করেন বাকিরা।−ক্রিকইনফো। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া