X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোনালদোর মাইলফলকের দিনে পর্তুগালের হার, ইংল্যান্ডের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ১০:৪০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:০৮

৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। ইউরো বাছাইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ৭০০তম গোলের দিনে পরাজয়ের স্বাদ নিয়েছে পর্তুগাল। ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর এই জয় দিয়ে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে ইউক্রেনের।

টানা তৃতীয়বারের মতো মূল পর্ব নিশ্চিত করতে এই ম্যাচে হার এড়াতে হতো ইউক্রেনকে। তাই শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে ইউক্রেন। গ্রুপ পর্বেও তারা রয়েছে দুরন্ত ফর্মে। ৬ মিনিটে ইয়ারেমচুক ও ২৭ মিনিটে ইয়ারমোলেনকোর গোলে এগিয়ে শুরু ইউক্রেনের। নিজেদের ছায়া হয়ে খেলতে থাকা পর্তুগাল একটি গোল শোধ দেয় রোনালদোর পেনাল্টির কল্যাণে।

গ্রুপ বি’তে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইউক্রেন। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট কম নিয়ে তার পরে রয়েছে পর্তুগাল।

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অবশ্য আগে ভাগে মূল পর্বে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে ড্র করে। তুরস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে অপেক্ষায় থাকতে হচ্ছে ফরাসিদের। জিরুদের ৭৬ মিনিটের গোলের পর ৮১ মিনিটে সমতা ফিরিয়েছে তুরস্ক। গোলটি করেন কান আইহান।

তুরস্কের সঙ্গে ড্র করেছে ফ্রান্স। অবশ্য ম্যাচটা নির্বিঘ্নে হওয়া নিয়ে আশঙ্কা করা হয়েছিল শুরু থেকে। সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্ক সেনাবাহিনীর মিলিটারি অপারেশন নিয়ে হুমকি দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ধারণা করা হচ্ছিল স্তাদে দে ফ্রান্সে হয়তো আশঙ্কাজনক কিছু হতে পারে। কারণ স্টেডিয়ামে তুরস্ক সমর্থক ছিল প্রায় ৪০ হাজার! শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।

‘এইচ’ গ্রুপে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। সমান ম্যাচে তুরস্কের ১৯ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে তারা। 

অপর দিকে ইউরোর মূল পর্ব নিশ্চিত করতে জয়ের ধারায় ফিরেছে ইংল্যান্ড। বুলগেরিয়াকে ৬-০ গোলে হারিয়ে গোল উৎসব করেছে ইংলিশরা। শুক্রবার চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে শুরু থেকে বুলগেরিয়ার রক্ষণে ত্রাস ছড়িয়েছেন স্টারলিং, রাশফোর্ডরা। জোড়া গোল করেছেন রস বার্কলি (২০ ও ৩২ মিনিট), রাহিম স্টারলিং (৪৫+৪ ও ৬৯ মিনিট)। ৭ মিনিটে গোলের শুরুটা করেন মার্কাস রাশফোর্ড। ৮৫ মিনিটে শেষ গোলটি করেন হ্যারি কেইন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা