X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভুটানেও বাংলাদেশ-ভারত ফাইনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১১:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:৩৬

সাফে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ভারতে ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। আবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপেও প্রতিপক্ষ দুই দেশ। টানা তৃতীয় বারের মতো ফাইনাল খেলছে দুটি দল।

২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরের বছর আবার ভারতের কাছে হেরে ট্রফি হারাতে হয়েছে বাংলাদেশকে। আবারও দুই দল ট্রফি জেতার লড়াইয়ে মুখোমুখি। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হবে এই ফাইনাল।

ফাইনালের আগে লিগ পর্বেও দেখা হয়েছিল দুইদলের। সেই দেখায় অবশ্য কোনও দল জেতেনি। ড্র হয়েছিল ১-১ গোলে। ভারত প্রথম গোল করলেও পরের মিনিটে বাংলাদেশ ম্যাচে সমতা নিয়ে আসে। ফাইনালে অবশ্য ড্র নয়, ভিন্ন ফল উপহার দিতে চাইছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমাদের দলে বেশিরভাগই অনভিজ্ঞ খেলোয়াড়। যারা এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে। তাদের নিয়ে শুরু থেকে আমাদের প্রত্যাশা ছিল ভালো খেলা। আমাদের মেয়েরা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। এখন ফাইনালে দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই।’

প্রতিযোগিতায় শুরুতে ভুটানকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। আর ফাইনালের ‘ড্রেস রিহার্সেলে’ ভারতের সঙ্গে ড্র হয় ম্যাচটি। যদিও সেই ম্যাচে নিয়মিত একাদশের ৬ জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। সাইড বেঞ্চের অন্য খেলোয়াড়দের পরখ করে দেখার জন্যই কোচ নতুনদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন।

নতুনরা তার দৃষ্টিতে ভালো খেলেছে। ফাইনালে অবশ্য সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবেন কোচ, ‘লিগের ম্যাচে ভারতের বিপক্ষে বড় পরীক্ষা ছিল। নতুন খেলোয়াড়দের নিয়ে একাদশ গড়া হয়েছিল। তারা খারাপ খেলেনি। তবে ফাইনালে ভালো পারফর্ম করা খেলোয়াড়রাই মাঠে নামবে।’

বর্তমানে খেলোয়াড়দের মনোবলও বেশ তুঙ্গে। কোচের কথাতে তা পরিষ্কার, ‘আমাদের খেলোয়াড়রা উজ্জীবিত আছে। তাদের মনোবলে কোনো ঘাটতি নেই। আশা করছি উপভোগ্য ম্যাচ উপহার দেবে আমাদের মেয়েরা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা