X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউরোর মূল পর্বে স্পেন, জয় অব্যাহত ইতালির

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ১১:৫১আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১১:৫৬

মূল পর্বে স্পেন। ইউরো বাছাইয়ে অল্পের জন্য হার এড়িয়ে মূল পর্ব নিশ্চিত করেছে স্পেন। সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লা রোহারা। আরেক ম্যাচে লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ইতালি। আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বের আশা এখনও বাঁচিয়ে রেখেছে সুইজারল্যান্ড।

পরের বছরের টুর্নামেন্টে ফেভারিটের তকমা পেতে হলে অনেক কসরত করতে হবে স্পেনকে। স্ক্যান্ডেনেভিয়া সফরে নরওয়ে ও সুইডেনের সঙ্গে ড্র করে আক্রমণে সেই ধারটা ছিল না সুইডেনের বিপক্ষেও। তার ওপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় ছিলেন না সের্হিয়ো রামোস।

শুরুতে আধিপত্য বিস্তার করে খেললেও লক্ষ্যভেদ করতে পারেনি একটিও। বিরতির পর ৫১ মিনিটে সুইডেনের প্রথম গোলের পর পরিস্থিতি আরও দুঃসহ হয়ে দাঁড়ায় স্প্যানিশদের। ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যান দে গেয়া। তার চলে যাওয়ার আগ পর্যন্ত শুরুতে ভালো সুযোগ তৈরি হলেও দ্বিতীয়ার্ধে বেশ কষ্ট করতে হয়েছে স্পেনকে। শেষ পর্যন্ত ৯০+২ মিনিটে স্পেনের মান বাঁচিয়েছেন রদ্রিগো। তার করা গোলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে সাবেক চ্যাম্পিয়নরা।

আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড অপর দিকে গ্রুপ পর্বে নিজেদের জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে ইতালি। লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে টানা ৯ জয় তুলে নিয়েছে আজ্জুরিরা। আগেই মূল পর্ব নিশ্চিত করে ফেলা ইতালি ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মূল পর্ব নিশ্চিতের সুযোগ ছিল আয়ারল্যান্ডের। তাদের ২-০ গোলে হারিয়ে উল্টো নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে সুইজারল্যান্ড। গ্রুপে ৭ ম্যাচে ১২ পয়েন্ট আয়ারল্যান্ডের, ৬ ম্যাচে সমান পয়েন্ট ডেনমার্কের আর সুইজারল্যান্ডের পয়েন্ট ১১।  

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা