X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাতে ভালো ঘুম হয়েছে জেমির!

তানজীম আহমেদ
১৬ অক্টোবর ২০১৯, ১৭:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:২০

জেমি ডে জেমি ডের হাত ধরে একটু একটু করে বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ে উঠেছে এবং আশা জাগানিয়া পারফরম্যান্স করে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। ৩ ম্যাচ শেষে প্রথম পয়েন্ট তারা পেলো ভারতের মাটিতে। কলকাতার সল্ট লেকে ১-১ গোলে দুর্দান্ত ড্র সামনের দিনের জন্য বাংলাদেশকে করে তুলেছে আরও বেশি আত্মবিশ্বাসী। দলের ইংলিশ কোচের মনে বইছে প্রশান্তির বাতাস।

বাছাইয়ের প্রত্যেক ম্যাচে কোচ ও খেলোয়াড়রা চাপে থাকেন। তবে জেমি এখন কিছুটা নির্ভার। কলকাতায় প্রায় ৮০ হাজার দর্শকের সামনে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ, তাতে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন কোচ। অবশ্যই মাটিতে পা রাখছেন তিনি।

অল্পের জন্য জয় হাত ফসকে গেছে। ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যাওয়ার পর ৮৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। জিততে না পারার আক্ষেপ কিছুটা থাকলেও সারা দিনের মানসিক চাপের ধকল শেষে প্রশান্তি এনে দিয়েছে ওই ১ পয়েন্টই! তাই তো নির্ভার এক রাত কাটালেন জেমি। কলকাতা থেকে বাংলা ট্রিবিউনকে সেটাই বলেছেন ইংলিশ কোচ, ‘হ্যাঁ, বলতে পারেন। রাতে ভালো ঘুম হয়েছে। এই ম্যাচের পর ভালো ঘুম হওয়াই তো স্বাভাবিক। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আর একটু হলে তো ৩ পয়েন্ট পেতে পারতাম। কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আমরা পয়েন্ট পেয়েছি। সামনের দিকেও ভালো করতে চাই।’

ভারত ম্যাচে বিজয় গাঁথা লেখা না হলেও আত্মবিশ্বাসে ঘাটতি পড়েনি। আগামী ১৪ নভেম্বর ওমানের মাঠে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ নিয়ে এখন ভাবতে চান জেমি, ‘এখন আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। ওমানের বিপক্ষে খেলা। ওই ম্যাচে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

ভারতের মাটিতে ১ পয়েন্ট ছিনিয়ে আনায় বাংলাদেশের ওপর প্রত্যাশার চাপ বেড়ে গেছে। আগামী জুনে ঢাকায় ভারতের বিপক্ষে জয় সম্ভব কিনা প্রশ্নে জেমি নীরব, ‘প্রত্যাশা তো বাড়বেই। ভবিষ্যতে আমরা ভালো খেলার চেষ্টা করবো, তবে ভারতের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে কিছু বলতে চাইছি না।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে