X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১৭ বছর বয়সে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:০৮

সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড যশস্বী জয়সওয়ালের বিশ্বের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ছেন যশস্বী জয়সওয়াল। মাত্র ১৭ বছর বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০০ ছাড়ানো ইনিংস খেলেছেন মুম্বাই ওপেনার। বুধবার বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিপক্ষে তিনি খেলেছেন ২০৩ রানের অসাধারণ ইনিংস।

গত মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন যশস্বী। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। তবে লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। এবারই লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হওয়া যশস্বী ৫ ম্যাচে পেয়েছেন তিন সেঞ্চুরি, যার একটিকে নিয়ে গেছেন ডাবলে।

ঝাড়খণ্ডের বিপক্ষে মুম্বাইয়ের জার্সিতে ১৫৪ বলে করেন ২০৩ রান। তাতে সবচেয়ে কম বয়সে ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন যশস্বী। রেকর্ড গড়া ইনিংসটি সাজিয়েছেন তিনি ১৭ বাউন্ডারি ও ১২ ছক্কায়।

বিজয় হাজারে ট্রফির এবারের আসরে এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ঘটনা। গত সপ্তাহেই প্রতিযোগিতাটি প্রথম ডাবল সেঞ্চুরি দেখে সাঞ্জু স্যামসনের সৌজন্যে। কেরেলার হয়ে গোয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি ২১২ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ডাবলে রূপ দিয়েছিলেন স্যামসন।

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন যশস্বী। যার মধ্যে আন্তর্জাতিক ওয়ানডেতে পাঁচটি: তিনবার রোহিত শর্মা, আর একবার করে করেছেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। এছাড়া শিখর ধাওয়ান ২৪৮ রানের ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়