X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিপিএলে পারিশ্রমিক কমছে ক্রিকেটারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৯:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৯:৫৬

গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত কিছুদিন ধরে চলমান ক্রিকেটারদের আলোচনাই সত্যি হলো! বঙ্গবন্ধুর নামে আয়োজিত এবারের বিপিএলে আগের তুলনায় পারিশ্রমিক কমে যাচ্ছে ক্রিকেটারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন তেমনটাই।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নাজমুল বলেছেন, ‘পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। এটা যেহেতু বিসিবি নিজেরা করছে, তাই আগের মতো পারিশ্রমিক হবে না, এটাই স্বাভাবিক। তবে একেবারে খারাপও হবে না।’

ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে নিজেরাই সামনের বিপিএল আয়োজন করবে বিসিবি। দলগুলোর সার্বিক তত্ত্বাবধানে থাকবে তারা। তাই ক্রিকেটারদের পারিশ্রমিক কমে যাচ্ছে। ঠিক কতটা কমছে, সেটা অবশ্য বলেননি নাজমুল। শুধু বলেছেন, ‘এটা এখন বলা সম্ভব নয়। কিছু পরিবর্তন আসতে পারে। আমরা আরও একবার যাচাই-বাছাই করব। তবে এতটুকু নিশ্চিত আগের মতো নেই, একটু কম আছে।’

আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে স্থানীয় ক্রিকেটারদের অনেকেই বিসিবির বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। সাকিব পেয়েছেন কোটি টাকার মতো; মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরও পারিশ্রমিক ছিল এর কাছাকাছি। এবার সেটা না হওয়ারই ইঙ্গিত পাওয়া গেল।

বিপিএল হওয়া নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, সেটি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। বৃহস্পতিবারের ‘অনির্ধারিত সভা’য় অনেক কিছুই চূড়ান্ত করার দাবি বিসিবির। প্লেয়ার ড্রাফট চূড়ান্ত হওয়ার পাশাপাশি ড্রাফটের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন বোর্ড প্রধান।

একই সঙ্গে বিসিবি সভাপতি স্পষ্ট করেই বলেছেন, ‘বিপিএল পেছানোর কোনও সুযোগ নেই’। তার বক্তব্য, ‘৬ ডিসেম্বর নির্ধারিত তারিখ পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। কেননা আমাদের বিপিএল শেষ হতেই পাকিস্তান সফরে যেতে হবে। অবশ্যই সেটা নিরাপত্তা প্রতিনিধিদের সবুজ সংকেত পাওয়া সাপেক্ষে। ওই সফর চিন্তা করে আমাদের যথাসময়ে বিপিএল শেষ করতে হবে। তাই খুব একটা সময় নেই। তবে উদ্বোধনী অনুষ্ঠানটির তারিখ আগে-পরে যেতে পারে। আমরা প্রস্তুতি নিচ্ছি ৬ ডিসেম্বরকে ঘিরেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া