X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ কোহলির

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ১৬:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৬:৫৬

এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ কোহলির ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সময়ের হিসাবে বাকি এক বছরের মতো। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এখনই চোখ রাখছেন অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া কুড়ি ওভারের টুর্নামেন্টে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলছে ভারতের। এরপর আছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। সামনের এক বছরে দ্বিপাক্ষিক আরও প্রতিযোগিতায় নামবে ভারত। এতকিছুর মধ্যেও কোহলি লক্ষ্য স্থির করেছেন ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের প্রতিযোগিতাটির শিরোপা জিততে চান তিনি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর রাখছি আমরা। সামনের ১২ মাসে আমরা নিজেদেরকে সর্বোচ্চ সেরা জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আইসিসির আরেকটি বড় প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম ও একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। দ্বিতীয় অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের শিরোপা জেতার লক্ষ্য কোহলির, ‘২০০৭ সালে যখন কুড়ি ওভারের ফরম্যাট একেবারে নতুন ছিল, তখন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তখন থেকে টি-টোয়েন্টি ক্রিকেট অনেকটা পথ পাড়ি দিয়েছে, দ্বিতীয় অধিনায়ক হিসেবে ভারতকে এই প্রতিযোগিতার শিরোপা জেতানোটা হবে গর্বের।’

অবশ্য তার আগেই ভারতের নামের পাশে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা যোগ হওয়ার সুযোগ রয়েছে। সেটি অবশ্য মেয়েদের দিয়ে। ২০২০ সালের শুরুতে অস্ট্রেলিয়াতেই বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

কোহলির নেতৃত্বে এখনও আইসিসির কোনও শিরোপা জেতা হয়নি ভারতের। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে হতাশায় ডুবতে হয়েছিল। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ চার থেকে ছিটকে গিয়েছিল তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা