X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কষ্টে জিতলো চেলসি

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ২২:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০০:১৬

আলোনসোর গোলে জিতেছে চেলসি সুসময় কাটছে চেলসির। শনিবার প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। স্ট্যামফোর্ড ব্রিজে এদিন ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল টানা পঞ্চম জয়।

লিগ টেবিলে পঞ্চম স্থানে থেকে নিউক্যাসেলের মুখোমুখি হয় ব্লুরা। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে পাওয়া এই জয়ে অন্তত কয়েক ঘণ্টার জন্য ম্যানসিটিকে পেছনে ফেলে তিনে উঠলো তারা। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। আর ম্যানসিটি এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে ক্রিস্টাল প্যালেসের মাঠে নামছে।

আগের ম্যাচে সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া চেলসি এদিন পেয়েছে কষ্টের জয়। প্রথমার্ধে কোনও দল পরিষ্কার সুযোগ তৈরী করতে পারেনি। ৫৭ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। উইলিয়ানের কর্নার থেকে ট্যামি আব্রাহামের হেড লাগে ক্রসবারে।

ওই মুহূর্ত থেকে চেলসি সফরকারীদের চেপে ধরে। ল্যাম্পার্ড বদলি নামান যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান পুলিসিচকে। ২১ বছর বয়সী উইঙ্গারকে ৭০ মিনিটে দারুণ দক্ষতায় রুখে দেন নিউক্যাসেল গোলকিপার মার্টিন দুব্রাভকা। তবে কয়েক মিনিট পর মার্কো আলোনসোকে থামাতে পারেননি স্লোভাকিয়া গোলকিপার। ৭৩ মিনিটে নিচু শটে তাকে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার।

শেষ দিকে ডেলে আলীর গোলে হার এড়ায় টটেনহাম হটস্পার। ওয়াটফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ৬ মিনিটে আব্দুল্লাহ দোকোরের গোলে এগিয়ে যায় অতিথিরা। ৮৬ মিনিটে গোল করেন ডেলে।

লিগে টানা ২ ম্যাচ জয়হীন থাকলো স্পাররা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে দলটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা