X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে যেতে প্রস্তুত যুব দল, কখন আসবেন নিরাপত্তা প্রতিনিধিরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ২০:৩০আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:৫৫

পাকিস্তানে যেতে প্রস্তুত যুব দল, কখন আসবেন নিরাপত্তা প্রতিনিধিরা? গত ১৬ অক্টোবর চার সদস্যের প্রতিনিধি দল নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে পাকিস্তানে গিয়েছেন। তারা এখনও না ফেরায় রিপোর্ট নেই ক্রিকেট বোর্ড বিসিবির হাতে। এরপরও তারা নিশ্চিত করেছে অনূর্ধ্ব-১৬ দলের পাকিস্তান সফর। নিরাপত্তা ইস্যু পাশ কাটিয়ে দেশের ক্রিকেট সংস্থার এমন সিদ্ধান্ত বিস্ময় তৈরী করেছে। অবশ্য তাদের দাবি পাকিস্তানের ফ্লাইট ধরার আগে নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায় পৌঁছাবে এবং ইতিবাচক রিপোর্টই দেবে!

পাকিস্তান সফরে বাংলাদেশের যুব দল দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে। এরই মধ্যে দলের ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তারা সবাই প্রস্তুত। আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সবকিছু গুছিয়ে রাখলেও নিরাপত্তা প্রতিনিধি দলের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে পুরো দল।

গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার জানালেন, ‘সোমবার রাতে বাংলাদেশের পাকিস্তান ফ্লাইট। তবে আমরা নিরাপত্তা ছাড়পত্রের জন্য অপেক্ষা করছি। আমাদের সবই কিন্তু প্রস্তুত। ওখান থেকে (নিরাপত্তা পর্যবেক্ষক দল) হ্যাঁ বললে যাবো। না হলে যাওয়া হবে না।’

দলটির কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য সফরে যাওয়া একপ্রকার নিশ্চিতই করলেন, ‘আমি যতদূর শুনেছি, এই ট্যুর নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে হয়তো ঘোষণা আসেনি। আর যাওয়া হোক বা না হোক আমাদের মাথায় আছে যে, আমরা যাচ্ছি।’

১৫-১৬ বছর বয়সের ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের মতো ‘ঝুঁকিপূর্ণ’ একটি দেশে খেলতে যাওয়ায় ক্রিকেটারদের মানসিক অবস্থা হয়তো ভালো থাকার কথা নয়। কিন্তু কোচ জানালেন ভিন্ন কথা, ‘এই দেশ এরকম, ওই দেশ ওই রকম- এসব কথা তাদেরকে (ক্রিকেটারদের) বোঝানোর প্রয়োজন পড়েনি। আমার কাছে ওদের দেখে মনে হয়েছে যে তারা খেলার জন্য এসেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, বাচ্চারা এটা নিয়ে (পাকিস্তানে খেলা) চিন্তিত না। তাদের মনে এই দুশ্চিন্তা আমি দেখতে পাইনি।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, এই সফরের সব প্রস্তুতি সেরে রেখেছে দল। এখন শুধু ছাড়পত্রের অপেক্ষা, ‘একটা পর্যবেক্ষক দল পাকিস্তানে আছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ দল যাবে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিবো।’

এই যুব দলের পর পাকিস্তান সফরে যাবে মেয়েদের দল- ২৩ অক্টোবর। এরপর আগামী ফেব্রুয়ারিতে সাকিব-তামিমদের পাকিস্তানে যাওয়ার কথা। সব কিছুই নির্ভর করছে নিরাপত্তা প্রতিনিধি দলের সবুজ সঙ্কেতের ওপর।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা