X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

লিভারপুলের জয়যাত্রা থামালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ২৩:২৫আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২৩:২৮

লালানার গোলে হার এড়ালো লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে থামলো লিভারপুলের জয়যাত্রা। ওল্ড ট্রাফোর্ডে তাদের রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ৮ ম্যাচ জয়ের পর প্রতিপক্ষের মাঠে হারের শঙ্কায় পড়েছিল রেডরা, শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। এতে করে শীর্ষ লিগে ম্যানসিটির সঙ্গে টানা ১৮ জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারলো না লিভারপুল।

ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে লিগে টানা ৬ ম্যাচ অজেয় থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯১ সালের ফেব্রুয়ারি থেকে ২০০০ সালের মার্চের (টানা ১০ ম্যাচ) পর রেডদের বিপক্ষে ঘরের মাঠে এটাই তাদের সবচেয়ে বেশি সময় ধরে অজেয় থাকার রেকর্ড। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান খেলে ৬ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (১৯)। ম্যানইউ ১০ পয়েন্ট নিয়ে এক ধাপ ওপরে উঠে ১৩তম স্থানে।

৮ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখে ম্যানইউর মুখোমুখি হয়েছিল লিভারপুল। সব ধরনের প্রতিযোগিতায় ৫ ম্যাচ ধরে জয়হীন থাকা দলের বিপক্ষে তারাই ছিল ফেভারিট। গোলপোস্টের নিচে এদিন তারা পেয়েছিল আলিসনকে, যদিও ছিলেন না মোহাম্মদ সালাহ। সাদিও মানে ও রবার্তো ফিরমিনোর সঙ্গে শীর্ষ দলটির আক্রমণভাগে যুক্ত হন ডিভোক ওরিগি। আর রক্ষণে ভার্জিল ফন ডাইকের সঙ্গে যোগ দেন জোয়েল মাতিপ। দুটি পরিবর্তন আসে ম্যানইউর একাদশে। অসুস্থতা কাটিয়ে ফেরেন অ্যারন বান-বিসাকা ও ভিক্তর লিন্ডেলফ।

প্রথমার্ধে সাদিও মানের গোল বাতিল হয় হাতে বল লাগায় দুই দলের মধ্যে পরিষ্কার সুযোগ শুরুতে কেউ পায়নি। তবে লিভারপুলের চেয়ে ম্যানইউ ছিল বেশ আগ্রাসী। ২৬ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের শট আলিসনকে পরাস্ত করতে পারেনি। দুই মিনিট পর বান-বিসাকার বিপজ্জনক শট পেরেইরার পায়ে যাওয়ার আগেই বিপদমুক্ত করেন ফন ডাইক।

৩৪ মিনিটে ফিরমিনোর শট দাভি দে গেয়া ফিরিয়ে দিয়ে হতাশ করে লিভারপুলকে। দুই মিনিট পর দুর্দান্ত এক গোলে ম্যানইউ এগিয়ে যায়। জেমস দ্রুত দৌড়ে বক্সের মধ্যে ক্রস দেন, চমৎকার এই ক্রস থেকে লক্ষ্যভেদ করেন র‌্যাশফোর্ড।

বিরতিতে যাওয়ার ঠিক আগে লিভারপুল সমতা ফেরানোর উচ্ছ্বাস করে। কিন্তু ম্যানইউ ভিএআরের জোর আবেদন জানায়। রেফারি তাতে সাড়া দেন এবং রিপ্লেতে দেখেন বল জালে ঠেলার আগে সাদিও মানের হাতে লেগেছিল। বাতিল হয় লিভারপুলের গোলটি।

দ্বিতীয়ার্ধে লিভারপুল সমতা ফেরাতে মরিয়া ছিল। ৭১ মিনিটে জর্ডান হেন্ডারসনের বদলি নামা অ্যাডাম লালানা বদলে দেন স্কোর। ৮৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের দারুণ ক্রসে গোলমুখের সামনে অরক্ষিত থাকা লালানা সমতা আনেন ম্যাচে। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে অ্যালেক্স ওক্সারলেড চেম্বারলেইনের শট গোলবারের পাশ দিয়ে চলে যায়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়