X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের পথে অনূর্ধ্ব-১৬ দল, যাবে নারী দলও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ২১:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫৮

বাংলাদেশ নারী ক্রিকেট দল আগেই প্রস্তুত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। অপেক্ষা ছিল শুধু নিরাপত্তা প্রতিনিধি দলের সবুজ সংকেতের। সোমবার সেটা মিলে যাওয়ায় সন্ধ্যা ৭টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশের যুবারা। আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় একই ফ্লাইটে পাকিস্তান যাবে নারী ক্রিকেট দল।

পাকিস্তান সফরে বাংলাদেশ যুব দল তিনটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে। সব খেলাই হবে রাওয়ালপিন্ডির কেআরএল ক্রিকেট গ্রাউন্ডে। বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা সোমবার দেশ ছাড়লেও নারী ক্রিকেট দল পাকিস্তানের উদ্দেশে রওনা হবে একদিন পর। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবেন রুমানা-সালমারা।

দুই দলের পাকিস্তান সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘নিরাপত্তা প্রতিনিধি দলের সবুজ সংকেতের ওপরই দল দুটি পাকিস্তান সফর করছে। প্রতিনিধি দল আজই (সোমবার) ফিরেছে। তাদের প্রতিবেদন ইতিবাচক। তবে ছেলেদের ক্ষেত্রে এই রিপোর্ট কার্যকর হবে না। আগামী বছর সফরের আগে আরও একবার নিরাপত্তা প্রতিনিধি দল পাঠানো হবে।’

নারী দলের খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আগামী ২৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তান নারী দলের বিপক্ষে লড়াই শুরু করবে বাংলাদেশের মেয়েরা। কুড়ি ওভারের বাকি দুটি ম্যাচ হবে ২৮ ও ৩০ অক্টোবর। আর গাদ্দাফি স্টেডিয়ামেই ওয়ানডে দুটি হবে ২ ও ৪ নভেম্বর।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের জন্য বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যে দলে দীর্ঘদিন পর ফিরেছেন লতা মন্ডল। ২০১৮ সালের ১২ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন তিনি।

পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দল:

রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, নিগার সুলতানা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, এক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক, শারমিন সুলতানা, সানজিদা আক্তার।

স্ট্যান্ড বাই: নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনী আক্তার, জিন্নাত আসিয়া অর্থি, সাবিনকুন নাহার জেসমিন ও হ্যাপি আলম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা