X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় লিগে খেলতে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২২ অক্টোবর ২০১৯, ১২:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৪:০৭

ভারত থেকে খেলার প্রস্তাব পাচ্ছেন জামাল ভূঁইয়া। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে গোল হজম করায় জয় হাতছাড়া হয়েছে তাদের। এই ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়া থেকে শুরু করে ইয়াসিন-ইব্রাহিমদের পারফরম্যান্স ছিল দেখার মতো। এর পর থেকে বাংলাদেশের ফুটবলারদের নিয়ে ভীষণ আগ্রহ দেখা যাচ্ছে ভারতের ক্লাবগুলোর।

এদের মধ্যে জামাল ভূঁইয়া তো সরাসরিই প্রস্তাব পেয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার সুনাম আছে। কলকাতার মাঠে যেভাবে সুনীলদের বিপক্ষে লড়ে গেছেন, তা ছিল প্রশংসনীয়। ভারতের অন্যতম সেরা আকর্ষণ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। সেই লিগের একাধিক ক্লাব এখন জামালকে পেতে চাইছে। ইতোমধ্যে জামালের সঙ্গে যোগাযোগও করেছে। সবকিছু ঠিক থাকলে জামালও সেখানে খেলতে আগ্রহী। তবে জামাল বাৎসরিক ৬৬ লাখ টাকা পারিশ্রমিকে সাইফ স্পোর্টিংয়ে বর্তমানে চুক্তিবদ্ধ। তা পাচ্ছেন মাসিক বেতন হিসেবে।

এমন পরিস্থিতিতে আইএসএল খেলা প্রসঙ্গে জামাল ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আইএসএলে খেলবো কিনা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন আমি কোন ক্লাবে আছি সেই খবরও ভারতের এজেন্ট জানতে চেয়েছে। আমি সেখানে খেলতে আগ্রহী। কিন্তু আগে চুক্তির সব দিক দেখতে হবে। তারপর সিদ্ধান্ত নেবো।’

ইন্ডিয়ান সুপার লিগে চাকচিক্য কম নয়। ভালোমানের বিদেশি কোচ ও খেলোয়াড়রা সেখানে খেলে থাকে। এছাড়া আছে আকর্ষণীয় পারিশ্রমিক। জামাল বাস্তব অবস্থা বুঝেই বললেন, ‘আমি এখন সাইফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। আইএসএল খেলতে হলে বুঝেশুনে খেলতে হবে। তবে ফুটবলে সবকিছুই সম্ভব।’

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি