X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এখন দাবি বাস্তবায়নের অপেক্ষায় সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ০০:১০আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০০:১০

এখন দাবি বাস্তবায়নের অপেক্ষায় সাকিব অনেক নাটক শেষে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্দোলনে নামা ক্রিকেটাররা। বুধবার বিসিবি কার্যালয়ের বৈঠক শেষে ক্রিকেটারদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বোর্ড প্রধান নাজমুল হাসান। ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে তার পাশেই থাকা সাকিব আল হাসান এখন সেই দাবিগুলো বাস্তবায়ন হওয়ার অপেক্ষায়।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বেশিরভাগ দাবিই বিসিবি মেনে নিয়েছে। আশা করি, দ্রুত তারা সেগুলো বাস্তবায়ন করবেন।’

দাবি মানা হলো, নিশ্চয়ই এখন খুশি? সাকিব একটু ঘুরিয়ে উত্তর দিলেন, ‘আমরা খুশি কিনা, সেটা বাস্তবায়ন হওয়ার পর বুঝতে পারবো (হাসি)। বেশ কয়েকটি দাবি তারা (বিসিবি) মেনে নিয়েছেন, এই পরিস্থিতিতে খুশিই বলবো।’

বোর্ডের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বুধবার বিসিবি কার্যালয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। একই সঙ্গে শুক্রবার থেকে ক্রিকেটারদের মাঠে ফেরার কথাও জানিয়েছেন তিনি।

দিনভর নানা নাটকের পর একমোহনায় মিলে গেলো ক্রিকেটার ও বোর্ড। আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানোর সুখবর দিয়েছেন নাজমুল। সংবাদমাধ্যমকে বিসিবি প্রধান বলেছেন, ‘আমরা আগের দিনই বলেছিলাম সব দাবিই মেনে নেবো। আজও (বুধবার) আলোচনা হয়েছে। আমরা তাদের ৯টি দাবি মেনে নিয়েছি।’

ক্রিকেটাররা আগের ১১ দাবির সঙ্গে আরও দুটি যোগ করে ১৩ দফা দাবি পেশ করেছিলেন গুলশানের সংবাদ সম্মেলনে। যদিও নাজমুল নতুন দুটি নিয়ে পরে আলোচনার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘নতুন দাবি নিয়ে আমরা আলোচনা করিনি। এগুলো আইনগতভাবে দেখা হবে। এক নম্বর দাবিতে আমাদের কিছু করার নেই। এটি কোয়াবের ব্যাপার।’

শুক্রবার ভারত সফরের ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্প দিয়েই মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আর শনিবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের