X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ফাইনাল খেলার লক্ষ্যে নামছে চট্টগ্রাম আবাহনী

তানজীম আহমেদ,চট্টগ্রাম থেকে
২৮ অক্টোবর ২০১৯, ১২:০০আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১২:০৫

সেমিতে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়ক। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে শেষ মুহূর্তে যোগ দিয়েছে ভারতের গোকুলাম কেরালা এফসি। তার পর থেকে দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট মাতাচ্ছে তারা। শুরুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়েছে। গ্রুপ রানার্স-আপ হয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালেও। সেই চমক জাগানো দলটির বিপক্ষে আজ সোমবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি দেখাবে বাংলা টিভি।

দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে চট্টগ্রাম আবাহনী। এখন নক আউট পর্বের প্রথম বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হক, ‘প্রথম আসরে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এই টুর্নামেন্টের শুরুর দিকে বলেছিলাম, আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। আমাদের উন্নতির গ্রাফটা ভালো। আমি মনে করি এটা ধরে রাখতে পারলে আমরা জিততে পারবো।’

অপর দিকে দুই জয় ও এক ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্স-আপ গোকুলাম। এই প্রতিপক্ষকে তাই খুব সমীহ মারুফের, ‘প্রতিপক্ষ ভালো দল। তাদের ম্যাচ উইনিং খেলোয়াড় আছে। দলটাও সংগঠিত। বিদেশি খেলোয়াড়দের মানও ভালো। গার্সিয়া-হেনরিদের নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। তাদের অ্যাটাকিং লাইন বন্ধ করার পরিকল্পনাও থাকবে। এছাড়া তাদের সেটপিস ভিন্ন ধরনের হয়ে থাকে। সেট পিস থেকে তারা যেন সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হেরেছে মোহনবাগানের কাছে। যদিও সেই ম্যাচে আবাহনীর মূল একাদশ খেলেনি। বিশ্রামে রাখা হয়েছিল জামাল-আরিফুরদের। আজ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে দল।

সেমিফাইনালে চট্টগ্রামের মাঠে দর্শক সমাগম হতে পারে। দর্শকদের প্রত্যাশার চাপ কতটুকু নিতে পারবে স্থানীয় দলটি? এমন প্রশ্নের উত্তরে মারুফের জবাব, ‘ম্যাচ শুরু হয়ে গেলে তখন আর চাপ থাকে না। খেলোয়াড়দের তখন মনোযোগ থাকবে খেলার দিকে। তারা কতটুকু নিজেদের মতো খেলতে পারছে সেটাই দেখতে হবে।’

কোচের সঙ্গে একই সুরে কথা বলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এই ম্যাচকে ঘিরে জানালেন তার পরিকল্পনা, ‘টুর্নামেন্টে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। কোচও বলেছেন আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তাই এটা আমাদের বাঁচা-মরার ম্যাচ! শতভাগেরও বেশি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ভারতের আরেকটি দল এখন আমাদের প্রতিপক্ষ, তাদের হারাতে চাই। যদি মালয়েশিয়ান প্রতিপক্ষও হতো,একই চাওয়া থাকত।’

গোকুলাম কেরালা এফসির স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগোও মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত।সম্প্রতি নিজ দেশে ডুরান্ড কাপ জিতেছে তারা। এখন দেশের বাইরে আরও একটি শিরোপা জেতার মিশন তাদের। কোচ তেমনই বললেন, ‘সেমিফাইনালে খেলতে পেরে আমরা খুশি। আমোদের নিজস্ব খেলাটা মাঠে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। যদিও ম্যাচটি সহজ হবে না। এখানে দর্শকরা আমাদের পক্ষে থাকবে না জানি। কিন্তু আমরা এতে কোনো সমস্যা দেখছি না। জিতেই আমরা ফাইনাল খেলতে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক