X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ফাইনালের লক্ষ্যে মুখোমুখি মোহনবাগান-তেরেঙ্গানু

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২৯ অক্টোবর ২০১৯, ১১:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১১:৪৩

সংবাদ সম্মেলনে কথা বলছেন তেরেঙ্গানু কোচ ও অধিনায়ক দুর্দান্ত খেলে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে আগামী বৃহস্পতিবার হবে শিরোপা লড়াই। সেই লড়াইয়ে প্রতিযোগিতার আয়োজক আবাহনীর প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণ হবে আজ মঙ্গলবার। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি ও ভারতের মোহনবাগান ক্লাব। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় হবে দুই দলের ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখাবে বাংলা টিভি।

‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে তেরেঙ্গানু নক আউট পর্বে খেলছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের অর্জন ৭ পয়েন্ট। অপরাজিত থেকেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে যাচ্ছে তারা। এই আসরে প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোলও তাদের। ৯ গোল দিয়েছে তারা।

এর ওপর তাদের রয়েছে ভারসাম্যপূর্ণ ফরোয়ার্ড জোন। ব্রুনো সুজুকি, লি টাক ও সাইফিক বিন কামাল ত্রয়ী যে কোনো সময় প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন। সুজুকি ও লি তো গ্রুপ পর্বে হ্যাটট্রিকই পেয়েছিলেন। শক্তিশালী ফরোয়ার্ড জোন থাকার পরেও তেরেঙ্গানুর কোচ খুব সতর্ক, ‘মোহনবাগানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। তবে আমার বিশ্বাস আছে খেলোয়াড়দের ওপর। তারা আগের তিন ম্যাচে যেভাবে খেলেছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা ফাইনালে খেলতে পারবো।’

দলের অধিনায়ক লি টাক অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘মোহনবাগানের বিপক্ষে কঠিন ম্যাচ হবে। তারা মাঠ জুড়ে খেলে থাকে। তবে আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করা। যেভাবেই আমরা খেলি না কেন, জয়টাই এখানে মুখ্য থাকবে।’

অপর দিকে প্রতিযোগিতায় শুরুতে হার দিয়ে শুরু হয়েছিল মোহনবাগানের। সেই দলটিই এখন ফাইনালের আশা দেখছে। এ গ্রুপ রানার্সআপ হয়ে খেলছে সেমিফাইনাল। দলটির স্প্যানিশ কোচ কিবু ভিকুনার আশা, ‘আমরা চেষ্টা করবো ভালো একটি ম্যাচ উপহার দিতে। যেন দল ফাইনালে উঠতে পারে। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করছি। আশা করছি এই ম্যাচও জিততে পারবো।’

তবে দলটির গোলকিপার দেবজিত মজুমদারের লক্ষ্য একেবারে ফাইনাল, ‘সেমিফাইনালে ভালো খেলে ফাইনালে জায়গা করে নিতে চাই। কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে আমাদের পক্ষে জয় সম্ভব। আমরা এই ম্যাচে লড়াই করবো। আগের চেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো