X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দিল্লিতে বাংলাদেশ-ভারত ম্যাচ হতে এখন প্রার্থনাই ভরসা!

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৫:০৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৬:২৯

দূষণে অরুন জেটলি স্টেডিয়ামের অবস্থা। শনিবার বিকেলে বৃষ্টির পর দিল্লির বায়ুদূষণ আরও অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি আয়োজন নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছে দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা ধারণা করেছিলাম শনিবার বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তা আরও বাজে অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই বাতাসে চোখ ব্যথা করছে, কোনও কিছুর দৃশ্যমানতাও কমে গেছে অতীতের চেয়ে। প্রার্থনা করছি সূর্য যেন বেরিয়ে আসে, না হলে ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে আমরা সত্যিই অসহায়।’

ম্যাচ পরিত্যক্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নিতে পারেন শুধু ম্যাচ রেফারি। তিনি আম্পায়ারদের সঙ্গেই আলোচনা করে নেবেন। গ্রাউন্ড স্টাফদের সঙ্গেও বিষয়টি আলোচনা করে নেবেন। যদি ম্যাচের ভাগ্য সেদিকে গড়ায়, তাহলে সেটাই হবে।’ তবে তিনি আশা ছাড়ছেন না এখনও। তিনি মনে করেন, পরিস্থিতি যেকোনও সময় পাল্টে যেতে পারে, ‘আবার বলতে হচ্ছে, হয়তো পরিস্থিতি পাল্টেও যেতে পারে। সন্ধ্যায় সবকিছু পরিবর্তিত হতে পারে। তবে এখন চলমান পরিস্থিতি দেখলে সেই সম্ভাবনা ক্ষীণ মনে হবে।’

চলমান পরিস্থিতি নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কথা বলেছেন বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মার সঙ্গে। ভারতের ক্রিকেটারদের ম্যাচটা খেলতে কোনও আপত্তি নেই, তারা পরিবেশ নিয়ে সন্তুষ্ট। সৌরভ গাঙ্গুলীকে ‘হ্যাঁ’ জানিয়ে দিয়েছেন রোহিত। আইএএনএস। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া