X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যান্ত্রিক ত্রুটিতে ফুটবল দলের বিলম্বিত যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১০:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:১৫

যান্ত্রিক ত্রুটিতে ফুটবল দলের বিলম্বিত যাত্রা

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। রবিবার রাতেই ঢাকা ছাড়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের। কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান ঢাকা ছাড়তে পারেনি। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর বিমান ছাড়লেও তা ঘণ্টাখানেক আকাশে উড্ডয়নের পর আবারও ফিরে এসেছে।

শেষ পর্যন্ত আজ সোমবার সকাল সাড়ে ১০টার বিমানের বিশেষ ফ্লাইটে ওমানের উদ্দেশে ঢাকা ছেড়েছে জাতীয় দলের ফুটবলাররা। তবে খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কারণ বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি প্রায় ঘণ্টাখানেক আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে আবার।

জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা আজ ঢাকা ছাড়ার আগে তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহতালার অশেষ মেহেরবানি আর মানুষের দোয়ায় গত রাতে এক বড় রকমের বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। বিমানে শুধু আমরা জাতীয় দলের ফুটবলাররাই ছিলাম না, অনেক সাধারণ মানুষও ছিল। যাই হোক, আমরা সবাই সুস্থ আছি এবং আজকে সকালে আবার ওমানের উদ্দেশে রওনা হচ্ছি। সবাই দোয়া করবেন যেন ভালোমতো পৌঁছাতে পারি।’

এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার পর আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পাইলট ঢাকায় ফিরে আসেন। পুনরায় যান্ত্রিক সমস্যাগুলো চেক করা হয়। ত্রুটি চেক করে পুনরায় যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে।’

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা