X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে সিরিজ জয় হবে বিশাল অর্জন: মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

মাহমুদউল্লাহ দিল্লির টি-টোয়েন্টি দিয়ে এই ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। যে জয় এখন সিরিজ জেতার স্বপ্নও দেখাচ্ছে টাইগারদের। আর এটা করতে পারলে, তা বাংলাদেশের জন্য ‘বিশাল অর্জন’ হবে বলে মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ক্রিকেটারদের ধর্মঘট দিয়ে শুরু, এরপর ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে সাকিব আল হাসানের না আসা এবং আইসিসি থেকে তার দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া— বাংলাদেশের ক্রিকেটে কঠিন এক সময়ই যাচ্ছে। এই অবস্থায় ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটকে ‘চাঙ্গা’ করতে ভূমিকা রাখবে।

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) রাজকোটে নামছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে ভারতের মাটিতে সিরিজ জয়েরও। আজ (বুধবার) সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে নজর রাখলে, একটি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট দলকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

যদিও ভারতের মতো শক্তিশালী দলকে হারানো যে সহজ হবে না, সেটা জানা আছে এই ব্যাটসম্যানের, ‘আগামীকাল ভারতকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কারণ আমরা সবাই জানি তারা দেশ ও দেশের বাইরে সব জায়গায় শক্তিশালী দল। তাই আমাদের প্রথম বল থেকে নিজেদের সেরাটা দিতে হবে।’

ভারতকে হারানো কঠিন মনে করলেও দিল্লির ম্যাচ আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশ ক্যাম্পে। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়কে ‘বিশাল অর্জন’ হিসেবে দেখছেন সাকিবের নিষেধাজ্ঞায় অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ, ‘ঘরের মাঠে ভারত শক্তিশালী দল। গত ১১-১২ বছর ধরে প্রমাণ করে আসছে তারা কতটা শক্তিশালী। তাই আমাদের (সিরিজ) জয় হবে বিশাল অর্জন।’

প্রথম ম্যাচ জেতায় নিজেদের সুবিধাজনক জায়গায় দেখছেন মাহমুদউল্লাহ, ‘অবশ্যই, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যখন কিনা আমরা প্রথম ম্যাচ জিতে শুরু করেছি সিরিজ। ‍আমাদের ‍জন্য দুর্দান্ত সুযোগ, আমার মনে হয় ছেলেরা সবাই মুখিয়ে আছে। আশা করছি আগামীকাল আমরা ভালো কিছু দেখাতে পারব।’

আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। দিল্লির প্রথম ম্যাচ জেতায় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নাগপুরে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি