X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজকোটে জয়টা ক্রিকেটের নাকি বৃষ্টির?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ০৯:৫০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৬:৪৩

মাহমুদউল্লাহদের সামনে সিরিজ জয়ের হাতছানি সিরিজের জয়ের স্বপ্ন নিয়ে ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ঘূর্ণিঝড় মহার কারণে অবশ্য ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে সংশয় রয়েছে। সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দুই দল মাঠে নামবে। তবে রাজকোটের ম্যাচে জয়টা বৃষ্টির নাকি ক্রিকেটের- এনিয়ে সন্দেহ আছে যথেষ্ট! ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও স্টার স্পোর্টস ১।  

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে থেকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা ভারত যে কোনও মূল্যে সিরিজে সমতায় ফিরতে চাইবে। ঘরের মাঠে চারটি টি-টোয়েন্টি সিরিজ হারের রেকর্ড অবশ্য আছে রোহিত শর্মার দলের। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো ভারতকে তাদের মাটিতে হারিয়েছে। এবার বাংলাদেশের সামনে সুযোগ ভারতকে আরও একটি সিরিজ হারের লজ্জা দেওয়ার।

মোস্তাফিজরা নিজেদের সেরাটা দিতে চান ভারতের মাটিতে এতদিন ভারতকে হারানো বাংলাদেশের জন্য অসাধ্য ব্যাপার ছিলো। দিল্লিতে সেই কাজটাই কত সহজেই না করে ফেলেছেন মাহমুদউল্লাহরা। এই জয়ের পর বাংলাদেশের জন্য কাজটা এখন আর তেমন কঠিন বলে মনে হচ্ছে না। আজ জিততে পারলেই নিশ্চিত হবে সিরিজ। অধিনায়ক মাহমুদউল্লাহও ভীষণ আত্মবিশ্বাসী, ‘অবশ্যই, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে আমরা যখন প্রথম ম্যাচ জিতে শুরু করেছি সিরিজ। ‍আমাদের ‍জন্য দুর্দান্ত সুযোগ, আমার মনে হয় ছেলেরা সবাই মুখিয়ে আছে। আগামীকাল (বৃহস্পতিবার) ভারতকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কারণ আমরা সবাই জানি তারা (ভারত) দেশ ও দেশের বাইরে সব জায়গায় শক্তিশালী দল। তাই আমাদের প্রথম বল থেকে নিজেদের সেরাটা দিতে হবে।’

এদিকে সমতা ফেরানোর ম্যাচে ভারতও ছেড়ে কথা বলবে না। সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিতের কথাতেই সেটা স্পষ্ট, ‘কৌশল কী হবে, আমি আপনাদের বলবো না। তবে আমি এটা নিশ্চিত করছি, আমাদের অ্যাপ্রোচে বদল আসবে। এই ম্যাচে আমাদের খেলাটা অন্যরকম হবে।’

আজও সেরা ইনিংস খেলতে চাইবেন মুশফিক দ্বিতীয় ম্যাচের একাদশে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন এলেও বাংলাদেশের সেই সম্ভাবনা ক্ষীণই বলা চলে। সাকিব-তামিমের অনুপস্থিতিতে জুনিয়ররা বেশ ভালোই দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে আফিফ হোসেন, নাঈম শেখ ও আমিনুল  ইসলাম বিপ্লব বাংলাদেশ ক্রিকেট দলে তারুণ্য ও ছন্দ নিয়ে এসেছেন। তাদের শারীরিক ভাষা দিয়ে দলের চিত্র অনেকটা বদলে দিয়েছেন। সব মিলিয়ে তাই প্রথম ম্যাচের একাদশের ওপর ভরসা রাখার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের।

তবে সব কিছু ম্লান হয়ে যেতে পারে ঝড়ের কারণে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় দিকে ঝড়ো হাওয়া শুরু হয়। বৃহস্পতিবার ভোরে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে সারাদিনই রাজকোটে বৃষ্টি হবে। সেই বৃষ্টিতে খেলা হওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। যদিও স্থানীয় কিউরেটররা বলেছেন, বিকাল পর্যন্ত বৃষ্টি হলেও স্টেডিয়ামের উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা থাকায় এই ম্যাচ মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী তারা।

প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এখন অপেক্ষা ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে রাজকোটের ঝকঝকে আকাশ দেখার। আর সেটা হলেই দুই দলের সামনে সমান সুযোগ তৈরি হবে। বাংলাদেশ যেমন চাইছে ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করতে, অন্যদিকে ভারতও চাইছে ম্যাচটি জিতে সমতায় ফিরতে। দুই দলের চাওয়া ছাপিয়ে বৃষ্টি না জিতে যায়, এমন ভয়ই ক্রিকেট ভক্তদের মনে। এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটেপ্রেমীরা জয়টা কার হয়- ক্রিকেটের নাকি বৃষ্টির!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও