X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজকোটে কিউইদের জয় বাংলাদেশের অনুপ্রেরণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ২০:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:১৮

মোহাম্মদ নাঈমের একটি শট ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) রাজকোটের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহরা। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে জয়ের রেকর্ডে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজতে পারে নিউজিল্যান্ডের কাছ থেকে।

দিল্লির প্রথম ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে রাজকোটে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে এখন সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। রাজকোটে আগে ব্যাট করে ম্যাচ জেতার অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ কিউইদের কাছ থেকে।

টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয় ম্যাচ আতিথ্য দিচ্ছে রাজকোটের স্টেডিয়ামটি। আগের দুই ম্যাচে প্রথমে ব্যাট করা দুই দলের ভাগ্য ছিল দুই রকম। ২০১৩ সালে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে ভারত জিতলেও চার বছর পর দ্বিতীয় কুড়ি ওভারের ম্যাচে আগে ব্যাট করে জিতেছিল নিউজিল্যান্ড। কিউইদের জেতা ওই ম্যাচটি বাংলাদেশের অনুপ্রেরণা।

রাজকোট রান উৎসবই দেখেছে টি-টোয়েন্টিতে। বাংলাদেশ-ভারত ম্যাচের আগে দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও রোহিত শর্মা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ব্যাটিং সহায়ক উইকেট পাচ্ছেন তারা। ২০১৭ সালে এখানে হওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও হয়েছিল রান উৎসব। সেবার টস জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড কলিন মুনরোর সেঞ্চুরিতে (১০৯*) ২ উইকেটে করেছিল ১৯৬ রান। সেই লক্ষ্যে ট্রেন্ট বোল্টের তোপে ভারত ৭ উইকেটে করতে পেরেছিল ১৫৬ রান। তাতে কিউইরা পায় ৪০ রানের জয়।

ওই ম্যাচের পর আজই প্রথম টি-টোয়েন্টিতে আতিথ্য দিয়েছে রাজকোট। ভারত টস জিতে বাংলাদেশেকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোয় দুই বছর আগের নিউজিল্যান্ডের ম্যাচটি সামনে চলে আসছে। কিউইদের পথে হাঁটতে পারলে সিরিজ জয়ের উৎসব করার উপলক্ষ তৈরি হবে বাংলাদেশের। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া