X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউরোপা লিগের নকআউটে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ১০:৩৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১০:৩৫

ম্যানইউ নিশ্চিত করেছে বড় জয় দুই ম্যাচ হাতে রেখে ইউরোপা লিগের নকআউটে উঠলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৭ সালের চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার ৩-০ গোলে হারিয়েছে পার্টিজান বেলগ্রেডকে। এদিন ম্যানইউর সঙ্গে শেষ ৩২ এর খেলা নিশ্চিত করেছে সেভিয়া, এস্পানিওল, বাসেল ও সেল্তিক।

এই জয়ে ‘এল’ গ্রুপে ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। ডাচ দল এজেড আল্কমারের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে, যারা কাজাখস্তানের আস্তানাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। তৃতীয় স্থানে থাকা পার্টিজানের পয়েন্ট ৪, আস্তানার শূন্য।

ওল্ড ট্রাফোর্ডে আরও বড় জয় পেতো ম্যানইউ। দুর্বল ফিনিশিংয়ের কারণে তা হয়নি। শুরুতে তিনটি সুযোগ নষ্ট করেন মার্কাস র‌্যাশফোর্ড। তবে ২২ মিনিটি ম্যাসন গ্রিনউড থ্রু বল থেকে স্বাগতিকদের এগিয়ে দেন।

পার্টিজানের মাঠে ১-০ গোলে আগের ম্যাচ জয়ে পেনাল্টি গোল করা অ্যান্থনি মার্শাল ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে র‌্যাশফোর্ড স্কোর করেন ৩-০। পেনাল্টি প্রান্ত থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ ৩০ মিনিট নিজেদের রক্ষণভাগ অটুট রেখে বড় এই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই মৌসুমের টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও গোলপোস্ট অক্ষত রেখেছে ম্যানইউ।

ইতালিয়ান জায়ান্ট রোমা টানা দুই ড্রর পর হেরে গেছে বরুশিয়া মনশেনগ্লাদবাখের কাছে। ৩৫ মিনিটে আত্মঘাতী গোল করে মনশেনগ্লাদবাখকে এগিয়ে দেওয়া ফেদেরিকো ফাজিও দ্বিতীয়ার্ধে রোমাকে সমতায় ফেরান। কিন্তু ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে মার্কাস থুরামের লক্ষ্যভেদে ২-১ গোলে হারতে হয় ইতালিয়ান ক্লাবকে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে রোমা। সমান পয়েন্টে তাদের ওপরে জার্মান ক্লাব। ভলফসবার্গারকে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে ইস্তানবুল বাসাকসেহির। ইএসপিএনএফসি 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা