X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চমৎকার শুরুটা ধরে রাখতে পারলো না

গাজী আশরাফ হোসেন লিপু
০৮ নভেম্বর ২০১৯, ১১:১২আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:৫৫

চমৎকার শুরুটা ধরে রাখতে পারলো না আগে ব্যাটিং করলে যে বিষয়টি দলকে আলোড়িত করে, তা হলো এমন পিচে কত রান করলে তা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয় ম্যাচে টস হেরে বাংলাদেশও নিশ্চয়ই ১৮০-১৯০ রানের কথাই হয়তো ভেবেছে। সেই লক্ষ্য অর্জনে শুরুটা হয়েছিল চমৎকার। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যোগ্য সমর্থন দিতে পারলে এই রানের লক্ষ্য অর্জন মোটেই অসম্ভব ছিল না।

দুজন ওপেনার পিচে থিতু হওয়ার পর কোনও একজন লম্বা ইনিংস শেষ পর্যন্ত খেলতে পারবেন না, তাও গ্রহণযোগ্য নয়। রোহিত শর্মার মতো স্ট্রাইক রেট নিয়ে নিয়মিত রান করার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই। কিন্তু পিচে নিজের অবস্থান লম্বা করার মতো যথেষ্ট খেলোয়াড় আছে। প্রথম ৬ জনের চারজনই এই ম্যাচে ৩০ এর আশেপাশে রান করেছেন এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং না করার জন্য বোকার মতো আউট হয়েছে।

যুজবেন্দ্র চাহালকে আক্রমণ করে ব্যাটিং করতেই হবে এমন আকাঙ্ক্ষা লুকিয়ে ছিল মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকারের মাঝে। অথচ চাহালকে আরেকটু সমীহ করে খেললে এবং অন্য বোলারদের ওপর চড়াও হলে অনায়াসে তাদের সুন্দর গড়ে তোলা ইনিংসগুলোর অপমৃত্যু হতো না।

নাঈম শেখ আজও দুর্দান্ত কিছু শট খেলেছেন। তবে প্রথম ম্যাচের মতো একই ধরনের শট খেলে আউট হলেন। এই জায়গায় তার দ্রুত উন্নতি করতে হবে। আফিফকেও পরিস্থিতি বুঝে ব্যাট চালাতে হবে। তার উচিত ছিল ১ রান নিয়ে রিয়াদকে বেশি স্ট্রাইকে নেওয়ার সুযোগ করে দেওয়া। প্রতিটি বলেই আফিফ বড় শট খেলতে চাইছিলেন, যা মাঠে এসেই একজন নতুন ব্যাটসম্যানের জন্য খেলা মোটেই সহজ নয়। আফিফের কাছে ব্যাটিংয়ে দলের প্রত্যাশার চাপ তাকেই মেটাতে হবে।

দলীয় সংগ্রহ ১৫৩ হওয়াতে বোঝা যাচ্ছিল এই ব্যাটিং সহায়ক পিচে জেতা কঠিন। প্রথম ৫ ওভারে অন্তত ২ উইকেট তুলে নিতে হবে, রোহিত শর্মাকে তো অবশ্যই। কিন্তু ফল হলো উল্টো। দলনায়ক মোস্তাফিজকে নতুন বল দিলেন ঠিকই, কিন্তু প্রথম দুই বলই করলেন ওয়াইড এবং প্রথম ১০ ওভারের মাথায়ই ভারত তার বিজয়ের বন্দর দেখতে পাচ্ছিল। রোহিত অসাধারণ একটা ক্লাসিক ইনিংস খেলেন এবং আমাদের বোলারদের বড়ই অসহায় লাগছিল।

আমিনুল ইসলাম বিপ্লব আমার প্রত্যাশার চেয়েও ভালো বল করেছেন। একজন স্বীকৃত স্পিনার খেললো ও তার দায়িত্ব পালন করলো। অথচ তিন সিমার আজ কেউই হাতে গোনা কিছু ডেলিভারি ছাড়া তেমন কিছুই করতে পারেননি। তাই আমার মনে হয় পরের ম্যাচে একজন সিমার কমিয়ে একজন বাঁহাতি স্পিনার দলভুক্ত করা উচিত।

এখনও যেহেতু সিরিজ জয়ের একটা ছোট সম্ভাবনা আছে, তার জন্য প্রয়োজনীয় পরিবর্তন দলে আনা উচিত। মোস্তাফিজ যা বল করছেন বেশ কিছু ম্যাচ ধরে তাকে আর প্রথম একাদশের জন্য অটোমেটিক চয়েজ বলা যায় না।

দুই দলের মধ্যে শক্তির ফারাকে আমরা পিছিয়ে। তবে তৃতীয় ম্যাচে যদি সবাই ভুল শুধরে এবং টস ভাগ্যে বলীয়ান হয়ে ম্যাচে নিজেদের উজাড় করে খেলতে পারে, তবে আরও একটি বিজয় পাওয়া মোটেও অসম্ভব নয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!