X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘ভারতের মাটিতে টেস্ট সহজ হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৬:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৬:৪১

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, জেতার লক্ষ্যেই ভারত যাবেন তিনি। প্রায় একই কথা শোনা গেল স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। যদিও একই সঙ্গে তিনি এটাও জানিয়ে রাখলেন, ভারতের মাটিতে টেস্ট জেতাটা সহজ হবে না বাংলাদেশের।

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দিল্লিতে জেতার আত্মবিশ্বাস নিয়ে রাজকোটের দ্বিতীয় ম্যাচে নামলেও বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহরা। এরপরও জয় দিয়ে ভারত সফর শুরু করায় টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মনে আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই আত্মবিশ্বাসই টেস্টে ভালো করার সাহস জোগাচ্ছে মিরাজকে।

যদিও ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে টেস্টে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভারতের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটা অজানা নয় এই অলরাউন্ডারের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (শুক্রবার) ভারতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো চ্যালেঞ্জ নিতে হবে। মানসিকভাবে ভালো প্রস্তুতি নিতে হবে। ভারতের মাটিতে টেস্ট আমাদের জন্য সহজ হবে না, অনেক চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে।’

অবশ্য এই চ্যালেঞ্জ জয়ে আত্মবিশ্বাসী মিরাজ, ‘যেভাবে আমাদের প্রস্তুতি চলছে, তাতে আমরা ভালো কিছুই করতে পারব। আমরা এখন আত্মবিশ্বাসী। আমাদের শুরুটা ভালো হয়েছে ভারতের মাটিতে। সবাই যার যার জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছু করতে পারব।’

সেই প্রস্তুতিটা কেমন হয়েছে? মিরাজ বললেন, ‘আমি গত এক সপ্তাহ খুব ভালো অনুশীলন করেছি। শারীরিক ফিটনেস নিয়ে কাজ করেছি। জিম, রানিং, ব্যাটিং, বোলিং সব করেছি। বিশেষ করে আমার যেসব জায়গায় দুর্বলতা আছে, সেগুলো নিয়ে কাজ করেছি। নিজের প্রস্তুতিতে আমি সন্তুষ্ট।’

সঙ্গে যোগ করলেন, ‘ভারতে যাওয়ার আগে এ রকম একটা প্রস্তুতি দরকার ছিল। আমার নিজের জন্য অনেক ভালো হবে যদি এটা মাঠে করে দেখাতে পারি। যেটুকু প্রস্তুতি নিয়েছি, সেটা শতভাগ করতে পারলে আমার জন্য অনেক ভালো হবে।’

দক্ষিণ আফ্রিকা ভারত সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল টেস্টে। ভারতের ব্যাটিং-বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। বিশেষ করে স্বাগতিকদের ব্যাটিংই পার্থক্য গড়ে দিয়েছিল। টেস্টে তাই ভারতীয় ব্যাটসম্যানদের সামনে বোলারদের কঠিন চ্যালেঞ্জ দেখছেন মিরাজ, ‘ওদের ২০ উইকেট নেওয়া আমাদের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ। কতটুকু আমরা মানসিকভাবে শক্ত থাকব, এটা আমাদের অনুশীলনের ওপর নির্ভর করছে। আমরা জানি সাকিব ভাই দলে থাকলে আমরা এগিয়ে থাকি। কিন্তু তিনি খেলবেন না। অবশ্যই স্পিনারদের জন্য একটা বাড়তি চাপ থাকবে।’

কথাটা শেষ করে মিরাজ আরও বললেন, ‘আমি, তাইজুল (ইসলাম) ভাই, নাঈম (হাসান)- যারাই আছি, একটা বাড়তি চাপ থাকবে। এরপরও আমার মনে হয় আমরা যদি ভালো লাইন-লেন্থে বল করতে পারি, তাহলে ওদের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারব। ওরা সবাই দারুণ ব্যাটসম্যান। স্পিনারদের চাপ নিতে হবে। মানসিকভাবে আমরা কতটা শক্ত, সেটা খুব গুরুত্বপূর্ণ।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান