X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ১৭:৫২আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৭:৫২

অস্ট্রেলিয়ার উইকেট উৎসব আক্ষরিক অর্থেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। না ব্যাটিং, না বোলিং— স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। বিপরীতে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর অ্যারন ফিঞ্চ ও ‍ডেভিড ওয়ার্নারের ঝড়ে ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। তাতে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা।

পার্থে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বোলাররা ভয়ঙ্কর রূপে হাজির হয়েছিলেন পাকিস্তানের সামনে। স্বাগতিক পেসারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৬ রান করতে পারে সফরকারীরা। সহজ এই লক্ষ্য কোনও উইকেট না হারিয়ে ৪৯ বল আগে ‍টপকে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

কেন রিচার্ডসন (৩/১৮), শন অ্যাবট (২/১৪) ও মিচেল স্টার্কের (২/২৯) তোপে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল পাকিস্তানের দুই ব্যাটসম্যান- ইখতিখার আহমেদ (৪৫) ও ইমাম-উল-হক (১৪)। টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান অধিনায়ক বাবর আজম (৬) শুরুতেই ফেলেন প্যাভিলিয়নে। তার ব্যর্থতার পথে হেঁটে দলকে বিপদে ছেড়ে আসেন মোহাম্মদ রিজওয়ান (০), হারিস সোহেল (৮), খুশদিল শাহ (৮) ও ইমাদ ওয়াসিম (৬)।

১০৭ রানের লক্ষ্যে কোনও অসুবিধাই হয়নি অস্ট্রেলিয়ার। ফিঞ্চ-ওয়ার্নার ঝড়ে পেয়েছে ১০ উইকেটে বিশাল জয়। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করে ৫২ রানে অপরাজিত থাকেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান অধিনায়ক তার ৩৬ বলের ইনিংসটি সাজান ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায়। জয় নিশ্চিত হয়ে যাওয়ায় হাফসেঞ্চুরি করা হয়নি ওয়ার্নারের। এই ওপেনার ৩৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন হার না মানা ৪৮ রানের ইনিংস।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অবশ্য অস্ট্রেলিয়ান পেসার শন অ্যাবট। আর এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও সিরিজসেরার পুরস্কার উঠেছে স্টিভেন স্মিথের হাতে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ