X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে রুবেলের আগুন ঝরানো বোলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৭:৫০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

রুবেল হোসেন সাদা পোশাকে একেবারেই সাদামাটা রুবেল হোসেনের ক্যারিয়ার। সেটা যেমন আন্তর্জাতিক অঙ্গনে, তেমনি ঘরোয়া ক্রিকেটেও। ২৬ টেস্টে এই পেসারের ৩৩ উইকেট, গড় ৮০.৬৬। টেস্ট ক্রিকেটে ১০-এর বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে বাজে গড় তার। তবে মিরপুরে আজ (সোমবার) অতীত ভুলিয়ে ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে ৫১ রান খরচায় তার শিকার ৭ উইকেট।

শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে রাজশাহীর মুখোমুখি হয়েছে খুলনা। সোমবার এই ম্যাচের তৃতীয় দিনের সকাল থেকেই মিরপুরের ২২ গজে আগুন ঝরিয়েছেন খুলনার পেসার রুবেল। প্রথম স্পেলে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও পরের স্পেলে ৬ ওভারে ১৩ রান দিয়ে পান ২ উইকেট। লাঞ্চের পর তিনি আরও ভয়ঙ্কর, তৃতীয় স্পেলে ৮.৪ ওভারে ২০ রানে নেন ৫ উইকেট। সবমিলিয়ে ইনিংসে শিকার ৭ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই রুবেলের ক্যারিয়ারসেরা বোলিং। এর আগে তার সেরা বোলিং ফিগার ছিল ২০১৭ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট।

সোমবার উইকেটের সুবিধা বেশ ভালো করেই আদায় করে নিতে পেরেছেন রুবেল। বৃষ্টির কারণে প্রায় দুই দিন উইকেট ঢেকে রাখতে হয়েছিল। তাই উইকেটে আর্দ্রতাও ছিল বেশ। সেই সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন এই পেসার।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে হওয়া বৃষ্টিতে রাজশাহী-খুলনার প্রথম দিনের খেলা হয়নি। রবিবার দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১২ ওভার। আর তৃতীয় দিনে রুবেল তাণ্ডবে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলটির পক্ষে সর্বোচ্চ রান আসে আট নম্বরে নামা সানজামুল ইসলামের (৪৮) ব্যাট থেকে। এছাড়া ওপেনার মিজানুর রহমান খেলেছেন ৪৩ রানের ইনিংস।

রাজশাহীকে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪। দলীয় ১০ রানে ওপেনিং জুটি ভাঙে খুলনার। এনামুল হক ৭ রানে বিদায় নেওয়ার পর রবিউল ইসলামও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি।

তৃতীয় উইকেটে অমিত মজুমদার ও তুষার ইমরান মিলে ৯৬ রানের জুটি গড়ে পথে ফেরান খুলনাকে। তুষার ইমরান ৫৮ রান করে যখন আউট হন, দলীয় স্কোর তখন ১৪১। স্কোরে আর ৪ রান যোগ হতেই অমিতও সাজঘরে ফেরেন ৫৯ রান করে। শেষ দিনের খেলা শুরু করবেন নুরুল হাসান (৬*) ও নাহিদুল ইসলাম (৬*)।

রাজশাহীর মোহর শেখ ও মুক্তার আলী দুজনই নিয়েছেন ২টি করে উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা