X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার সেঞ্চুরি পেলেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৮:২৬আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৮:২৬

নাসির হোসেন (ফাইল ছবি) প্রথম ইনিংসে সম্ভাবনা জাগালেও হয়নি, দ্বিতীয় ইনিংসে আর ভুল করেননি নাসির হোসেন। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটসম্যান। তার আগে মুকিদুল ইসলামের ৫ উইকেটে ঢাকার বিপক্ষে বড় লিডের পথে রংপুর।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নাসিরের সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে সুবিধাজনক জায়গা রংপুর। প্রথম স্তরের এই ম্যাচের তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২০০। প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হওয়া ঢাকার চেয়ে তারা এগিয়ে আছে ২১২ রানে।

প্রথম ইনিংসে ৭০ রানে আউট হয়েছিলেন নাসির। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান ছন্দটা ধরে রেখে তুলে নিয়েছেন প্রথম শ্রেণি ক্রিকেটের সপ্তম সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে পৌঁছে অপরাজিত আছেন ১০৪ রানে। হার না মানা ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১ বাউন্ডারিতে।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও নাসিরের ব্যাটে পথে ফেরে রংপুর। তার সঙ্গে শেষ দিন শুরু করবেন ২৬ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাঈম ইসলাম। আরিফুল হক করেছেন ৩০ রান।

ঢাকার দুই বোলার আরাফাত সানি জুনিয়র ও তাইবুর রহমান নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট শিকার নাজমুল ইসলামের।

এর আগে মুকিদুলের তোপে ২২২ রানে গুটিয়ে যায় ঢাকা। সর্বোচ্চ ৬৭ রান করেন রকিবুল হাসান। আব্দুল মজিদ করেন ৫২ রান। মুকিদুল মাত্র ৩৭ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট।

দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো-সিলেট। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের এই ম্যাচে সুবিধাজনক জায়গায় ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করেছে তারা ২৪৫ রান। তাতে লিড নিয়েছে ২০৫ রানের।

দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পেয়েছেন ঢাকা মেট্রোর দুই ব্যাটসম্যান আমির আহমেদ ও মার্শাল আইয়ুব। আমির ৮০ রান করে ‍আউট হলেও মার্শাল অপরাজিত ৭৩ রানে। ঢাকা মেট্রোর অধিনায়কের সঙ্গে শেষ দিন শুরু করবেন ১৯ রানে অপরাজিত থাকা জাবিদ হোসেন।

সিলেটের এনামুল হক জুনিয়র ৮০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন রেজাউর রহমান।

এর আগে সিলেট তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৫১ রানে। সর্বোচ্চ ১২৫ রান করেন অমিত হাসান। ৫৯ রান আসে আসাদউল্লাহ গালিবের ব্যাট থেকে। ঢাকা মেট্রোর শহীদুল ইসলাম ও শরিফউল্লাহ দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। আর তাসকিন আহমেদের শিকার ২ উইকেট।

এদিকে খারাপ আবহাওয়ায় বরিশাল-চট্টগ্রামের দ্বিতীয় স্তরের অন্য ম্যাচটি তৃতীয় দিনেও শুরু করা সম্ভব হয়নি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া