X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোনালদো ‍এখন আর ড্রিবল করতে পারে না: ক্যাপেলো

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:২০

রোনালদো ‍এখন আর ড্রিবল করতে পারে না: ক্যাপেলো এক সপ্তাহের মধ্যে দুইবার বদলি হয়ে মাঠ ছাড়তে হলো ক্রিস্তিয়ানো রোনালদোকে। এসি মিলানের বিপক্ষে সিরি ‘এ’ ম্যাচে মাঠ ছাড়া পর্তুগিজ যুবরাজের পারফরম্যান্সের সমালোচনা করেছেন ফাবিও ক্যাপেলো। ইতালিয়ান কোচের মতে, রোনালদো ‍এখন আর ড্রিবল করতে পারে না।

রবিবার রাতে মিলানের বিপক্ষে ৫৫ মিনিট বদলি হয়ে মাঠ ছাড়েন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ৩৪ বছর বয়সী রোনালদো বেঞ্চে না বসে সোজা টানেল দিয়ে বেরিয়ে যান। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, ম্যাচ শেষ হওয়ার আগে স্টেডিয়ামও ছেড়ে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

রোনালদোর মাঠের পারফরম্যান্স ও বদলি হয়ে মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্যে অবাক হয়েছেন ক্যাপেলো। ‍বিশেষ করে, বল পায়ে আগের রোনালদোকে দেখতে পাচ্ছেন না তিনি। তার মতে, পর্তুগিজ যুবরাজ ছাড়াও জুভেন্টাসে অনেক ম্যাচ জেতানো খেলোয়াড় আছেন। মিলানের বিপক্ষে ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেছে। রোনালদোর বদলি হিসেবে নেমে ৭৭ মিনিটে জুভদের ১-০ গোলের জয় এনে দিয়েছেন পাউলো দিবালা।

সবশেষ চ্যাম্পিয়নস লিগেও পর্তুগিজ অধিনায়ককে ছাড়া জয় পেয়েছিল জুভেন্টাস। লোকোমোতিভ মস্কোর বিপক্ষে ৮২ ‍মিনিটে যখন তিনি মাঠ ছেড়েছিলেন স্কোরলাইন ছিল ১-১। ওই জায়গা থেকে ইনজুরি টাইমে তুরিনের ক্লাবটির ২-১ গোলের জয় এনে দিয়েছিলেন দগলাস কোস্তা।

এই বিষয়গুলো সামনে এনে রোনালদোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যাপেলো। বিশেষ করে, ড্রিবলের ক্ষমতা পর্তুগিজ উইঙ্গার হারিয়ে ফেলেছেন বলে মনে করেন তিনি। ‘স্কাই স্পোর্টস ইতালিয়া’কে ক্যাপেলো বলেছেন, ‘এটা আমার ভালো লাগেনি, মোটেও ভালো ব্যাপার নয়। মাঠ ছাড়ার সময়ও তার ‍চ্যাম্পিয়নের মতো থাকা উচিত। সত্যি হলো, গত তিন বছরে ক্রিস্তিয়ানো রোনালদো প্রতিপক্ষের কোনও খেলোয়াড়কে ড্রিবল করে পার হতে পারেনি। লা লিগায় আমি ধারাভাষ্য দিয়েছি, ওই সময় (রিয়াল মাদ্রিদে) সে প্রায়ই ডাবল স্টেপে পেরিরে যেত।’

জুভেন্টাসের তরুণ খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডের সাবেক এই কোচ, ‘সবকিছু মিলিয়ে সে চ্যাম্পিয়ন, সবার সেরা। কিন্তু এখন দুর্দান্ত দিবালা ও দগলাস কোস্তা, দুজনই কী অসাধারণ দুটো গোল করেছে। দুর্দান্ত দিবালা পার্থক্য গড়ে দিয়েছে, ঠিক যেমনটা দগলাস কোস্তা করেছিল (চ্যাম্পিয়নস লিগে)।’

জুভেন্টাস রোনালদো-নির্ভর দল নয় বলেও মন্তব্য ক্যাপেলোর। একই সঙ্গে ৩৪ পেরিয়ে যাওয়া সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গারের শারীরিক সামর্থ্যের দিকেও আঙুল তুলেছেন তিনি, ‘ক্রিস্তিয়ানো অনেক কিছু করেছে, তবে এখন সেটা হচ্ছে না। তাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে, বিশেষ করে শারীরিক লেভেলের জায়গায়। আগের মতো গতি ও সক্রিয়তা নেই তার।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট