X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ম্যাচ ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কা সরকারের কঠোর আইন

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ২২:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২৩:০৭

ম্যাচ ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কা সরকারের কঠোর আইন ক্রিকেট মাঠের দুর্নীতি নিশ্চিহ্ন করতে আজ (সোমবার) শ্রীলঙ্কা সরকার নতুন আইন পাশ করেছে। এমনিতেই শ্রীলঙ্কায় ক্রীড়াঙ্গনে বাজি নিষিদ্ধ ছিল, এখন দেশের বাইরেও কোনও শ্রীলঙ্কান ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। কেউ এই আইন ‍ভাঙলে পড়তে হবে কঠোর শাস্তির মুখে।

গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কার ক্রিকেট বারবার শিরোনামে এসেছে ম্যাচ ফিক্সিংয়ে। যার মধ্যে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দ্বীপ দেশটির টেস্ট ম্যাচের আগেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ম্যাচ গড়াপেটার এই পরিস্থিতি সামাল দিতে নতুন আইন পাশ করেছে দেশটির সরকার। সোমবার সংসদে পাশ করা হয় নতুন এই আইন।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো বলেছেন, ‘এই আইন রুখতে অনেকেই চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত এটা পাশ হওয়ায় আমি খুশি।’ এতদিন শ্রীলঙ্কার মাটিতে হওয়া ম্যাচে বাজি নিষিদ্ধ ছিল, নতুন আইনে এখন থেকে বিদেশের মাটিতেও হওয়া ম্যাচে কোনও শ্রীলঙ্কান জুয়ার সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

কেউ এই আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছরের জেলের শাস্তির সঙ্গে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা গুনতে হবে। এখানেই শেষ নয়, নতুন আইনে জুয়া ব্যবসায় সঙ্গে জড়িত পরিবারের কেউ দেশটির ক্রীড়াঙ্গনের কোনও বোর্ডে থাকতে পারবেন না।

আইনটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাকেই ইঙ্গিত করছে। কেননা কিছুদিন আগেও সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য পদে থাকা সুমাথিপালার পরিবারিক জুয়া ব্যবসা রয়েছে। যদিও তিনি বারবারই বিষয়টি অস্বীকার করে এসেছেন।

‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবেচনায় শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ক্রিকেট দেশ’— শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যের এক মাসের মাথায় ক্রিকেট মাঠের দুর্নীতি ঠেকাতে নতুন আইন পাশ করলো দেশটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়