X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ওমানের মাঠেও লড়াকু বাংলাদেশকে চান জেমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২০:১২

ওমানের মাঠে কঠিন লড়াইয়ের আগে নির্ভার বাংলাদেশ কোচ জেমি ও অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বকাপ বাছাইয়ে ৩ ম্যাচে মাত্র একটি পয়েন্ট বাংলাদেশের। আফগানিস্তানের কাছে হেরে এই যাত্রা শুরু তাদের। কাতারও জয় নিয়ে ফিরেছে বাংলাদেশ থেকে। আর ভারতে এগিয়ে থেকেও ড্র করেছে লাল সবুজ জার্সিধারীরা। তবে শেষ দুটি ম্যাচে তাদের দুর্দান্ত লড়াই নজর কেড়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ওমানের বিপক্ষেও খেলোয়াড়দের কাছে চান জেমি ডে।

বৃহস্পতিবার মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় হবে দুই দলের লড়াই। শক্তিমত্তা কিংবা র‌্যাংকিং- সব দিক থেকে এগিয়ে স্বাগতিকরা। তবে শক্তির ফারাক যতই থাকুক বাংলাদেশ চাইছে ইতিবাচক খেলতে। ওমানের বিপক্ষেও লড়াকু পারফরম্যান্স চান ইংলিশ কোচ, ‘প্রত্যেক ম্যাচে আমরা সংগঠিত থেকে দারুণ গতিতে খেলেছি, আগের মতোই খেলতে চাই আমরা।’

খেলোয়াড়দের পারফরম্যান্সে ভিন্নতা চান না জেমি, ‘এখন পর্যন্ত আমরা ভালোভাবে খেলেছি, তাই খুব বেশি পরিবর্তন চাই না।’ আগের তিন ম্যাচে অনেক সুযোগ তৈরী করেও কেবল একটি গোল আদায় করেছে বাংলাদেশ। এই জায়গায় উন্নতিতে কাজ করছে দল, জানালেন কোচ, ‘আমাদের সুযোগ তৈরী করে যেতে হবে এবং ট্রেনিংয়ে আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি।’

সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে ওমানের বিপক্ষে লড়াই করলে ইতিবাচক ফল পাওয়া যাবে বিশ্বাস জেমির, ‘আগের দুই ম্যাচে আমরা সত্যিই ভালো খেলেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চমৎকার। এখন পর্যন্ত এই ম্যাচই সবচেয়ে কঠিন, আর আমরা খেলছি তাদের মাটিতে। টেকনিক্যালি অনেক এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে পারফর্ম করা আমাদের খেলোয়াড়দের জন্য খুব কঠিন হবে। আমি চাই- সাম্প্রতিক সময়ে আমরা যে লেভেলের পারফর্ম করেছি, সেভাবেই যেন খেলোয়াড়রা খেলতে চেষ্টা করে।’

ওমানের ডাচ কোচ আরউইন কোমান ম্যাচ জিততে আত্মবিশ্বাসী, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের খেলতে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা চেষ্টা করবো তাদের ডিবক্সে জায়গা খুঁজে পেতে। আশা করি দারুণ একটা ম্যাচ হবে। আমরা জানি কীভাবে খেলতে হবে। আমরা সবাই আত্মবিশ্বাসী।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক