X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার হাসলো সৌম্যর ব্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৬:৩৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৪২

সৌম্য সরকারের একটি শট (ফাইল ছবি) ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুব একটা ভালো যায়নি তার। শেষ ম্যাচে ফিরেছিলেন শূন্য রানে। সেই ব্যর্থতা ঝেড়ে ইমার্জিং কাপের প্রথম ম্যাচেই হাসলো সৌম্য সরকারের ব্যাট। তার সঙ্গে মোহাম্মদ নাঈমের হাফসেঞ্চুরিতে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) বিকেএসপিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

বিকেএসপির ৪ নম্বর মাঠে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে হংকংয়ের করা ১৬৪ রান মাত্র ১ উইকেট হারিয়ে ২৪.১ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ ইমার্জিং টিম। সৌম্য ৭৪ বলে অপরাজিত থাকেন ৮৪ রানে, আর তার ওপেনিং সঙ্গী নাঈমের ব্যাট থেকে আসে ৫২ রান।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে হংকং নির্ধারিত ওভারে ১৬৪ রানের বেশি করতে পারেনি। সহজ লক্ষ্যে পৌঁছাতে কোনও সমস্যাই হয়নি বাংলাদেশের। ‍উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পায় তারা।

ভারত সফরে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া নাঈম ও অভিজ্ঞ সৌম্য মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৯৪ রান। ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের ইনিংস খেলা নাঈম থামেন ৫২ রানে। ৫২ বলের ইনিংসটি তিনি সাজান ৮ বাউন্ডারিতে।

বাকি কাজটা সেরেছেন অধিনায়ক শান্ত ও সৌম্য। সৌম্যর ব্যাট থেকে আসে হার না মানা ৮৪ রানের ইনিংস। ৭৪ বলের ঝড়ো ইনিংসটি এই ওপেনার সাজান ৯ চার ও ৩ ছক্কার। শান্ত অপরাজিত ছিলেন ২২ বলে ২২ রানে।

হংকংয়ের এহসান খান বাংলাদেশের হারানো একমাত্র উইকেটটি নামের পাশে যোগ করেন।

এর আগে পেসার সুমন খান ও স্পিনার মেহেদেী হাসানের চমৎকার বোলিংয়ে হংকং ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করতে পারে। হারুন আরশাদের ব্যাট থেকে আসে ৩৫ রান, আর অধিনায়ক আজিজ খান করেন ২৫ রান।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সুমন খান। তিনি ৩৩ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। এছাড়া মেহেদী হাসান ২টি এবং আফিফ হোসেন ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!