X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের হতাশার দিন

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:৩৮

বোলিংয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশ ইন্দোর টেস্টে ব্যাটিংয়ে ভরাডুবির পর বল হাতেও লড়াই করতে ব্যর্থ বাংলাদেশ। চেতেশ্বর পূজারা ও মায়াঙ্কা আগারওয়ালের ব্যাটে এগিয়ে যাচ্ছে ভারত। বাংলাদেশকে ১৫০ রানে গুটিয়ে দিয়ে প্রায় এক সেশন ব্যাট করেছে তারা। ১ উইকেটে ৮৬ রান করে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। সব মিলিয়ে দিনটা ভালো গেলো না বাংলাদেশের।

বল হাতে শুরুটা দারুণ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে একটি ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি করা রোহিত শর্মাকে ফেরান আবু জায়েদ রাহী। ১৪ বলে ৬ রান করে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন ভারতীয় ওপেনার।

এরপর আগারওয়াল ও পূজারার জুটিতে দিন শেষ করে তারা। যদিও আরও একটি উইকেট নিয়ে দিন শেষ করতে পারতো সফরকারীরা। রাহীর বল আগারওয়ালের ব্যাট ছুঁয়ে ইমরুল কায়েসের হাতে পড়েছিল, কিন্তু স্লিপে ক্যাচ ছেড়ে দেন। ৩২ রানে জীবন পান ভারতীয় ওপেনার। দিন শেষে ৩৭ রানে অপরাজিত ছিলেন আগারওয়াল। ২৩তম ফিফটির সামনে দাঁড়িয়ে পূজারা, ৪৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তিনি।

এর আগে ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। পুরো একদিন পার করতে ব্যর্থ হন ব্যাটসম্যানরা। চা বিরতির পর আর ৪.৩ ওভার টিকে ছিল বাংলাদেশ। শেষ ৫ ব্যাটসম্যান ফিরে গেছে ১০ রানের ব্যবধানে।

প্রথম সেশনে ১২ রানে দুই ওপেনার ইমরুল (৬) ও সাদমান ইসলাম (৬) বিদায় নেওয়ার পর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের সঙ্গে মোহাম্মদ মিঠুনের ব্যাটে স্বস্তি ফিরেছিল। ১১ ওভার ক্রিজ আঁকড়ে ছিলেন দুজনে, যদিও রান হয়েছিল মাত্র ১৯টি।

মিঠুনকে ১৩ রানে এলবিডাব্লিউ করে এই জুটি ভাঙেন মোহাম্মদ সামি। ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ৩ রানে জীবন পাওয়া মুশফিকুর রহিম প্রথম সেশন শেষ করেন মুমিনুলের সঙ্গে। স্লিপে বিরাট কোহলি ছেড়ে দেন ক্যাচ। দ্বিতীয় সেশনের শুরুতে আরও একবার জীবন পান এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ১৪ রানে আজিঙ্কা রাহানের হাত ফসকে বেঁচে যান মুশফিক।

মুশফিক বোল্ড হন ইনিংস সেরা ৪৩ রান করে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে মুমিনুল হাফসেঞ্চুরি করতে ব্যর্থ হন। ৩৭ রানে তিনি রবিচন্দ্রন অশ্বিনের অফস্পিন বুঝতে না পেরে বোল্ড হন। মুশফিকের সঙ্গে তার জুটি ছিল ৬৮ রানের। ৭ রানে রাহানের হাতে জীবন পাওয়া মাহমুদউল্লাহ ইনিংস লম্বা করতে পারেননি। অশ্বিনের কাছে বোল্ড হন তিনি ১০ রানে।

দুইবার জীবন পাওয়া মুশফিকের ব্যাটে আশা খুঁজে পাচ্ছিল বাংলাদেশ। হাফসেঞ্চুরির পথে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে সামির এক ছোট্ট ঝড়ে সফরকারীরা ভেঙে পড়ে। ভারতীয় ডানহাতি পেসারের কাছে টানা দুটি উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক ৪৩ রানে বোল্ড হন, পরের বলে মেহেদী হাসান মিরাজ এলবিডাব্লিউ হন শূন্য রানে।

৭ উইকেটে ১৪০ রানে চা বিরতিতে যাওয়া বাংলাদেশ ক্রিজে ফিরে প্রথম বলে লিটন দাসকে হারায়। ২১ রানে তিনি কোহলির ক্যাচ হন ইশান্ত শর্মার বলে। টানা ৩ বলে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নিতে পারেননি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা।

রবীন্দ্র জাদেজার থ্রো থেকে ঋদ্ধিমান সাহার কাছে তাইজুল ইসলাম মাত্র ১ রানে রান আউট হন। ২ রানে উমেশ যাদবের বলে এবাদত হোসেন বোল্ড হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

সামি সর্বোচ্চ ৩ উইকেট নেন ভারতের পক্ষে। দুটি করে পান অশ্বিন, উমেশ ও ইশান্ত।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ