X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাম পাল্টে বিপিএলের দলগুলো এখন কেমন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৮:০২আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:০২

নাম পাল্টে বিপিএলের দলগুলো এখন কেমন? আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর আগে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া কুড়ি ওভারের প্রতিযোগিতাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে এবারের বিপিএলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম যে পাল্টে যাচ্ছে, সেটা জানাই ছিল। ইতোমধ্যে সাত দলের চারটির নাম চূড়ান্ত হয়েছে। বাকি তিন দলের নাম কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

এবার অংশ নিতে যাওয়া সাত দলের পাঁচটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পেয়েছে বিসিবি। তারাই দলগুলোর নতুন নাম দিয়েছে। কুমিল্লা ও রংপুর দল দুটির দায়িত্ব নিচ্ছে বিসিবি।

যমুনা ব্যাংক দায়িত্ব নিয়েছে ঢাকার। আগের ঢাকা ডাইনামাইটস পাল্টে এবার নামকরণ করা হয়েছে ‘ঢাকা নওয়াব’। চট্টগ্রাম দলের পৃষ্ঠপোষক আখতার ফার্নিশারস। তারা দলের নাম দিয়েছে ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্স’। সিলেটের দায়িত্ব পাওয়া জিভানি ফুটওয়্যার কোম্পানি তাদের দলের নাম দিয়েছে ‘সিলেট থান্ডার্স’। রাজশাহীর সঙ্গে যুক্ত হওয়া আইপিসি’র দলের নাম ‘রাজশাহী রানার’। ‘মাইন্ড ট্রি’ খুলনা দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিলেও এখন নাম ঠিক করেনি। অন্যদিকে রংপুর ও কুমিল্লার দায়িত্ব বিসিবিই পালন করবে। কয়েকদিনের মধ্যে নামও চূড়ান্ত হয়ে যাওয়ার কথা শুনিয়েছেন জালাল ইউনুস।

বিসিবির এই পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিপিএলের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পৃষ্ঠপোষক পাঁচটি প্রতিষ্ঠান নিজেরাই তাদের দলের নাম চূড়ান্ত করেছে। বাকি দুটো দল বিসিবির দায়িত্বে থাকবে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই সূচি সহ সব চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া