X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ক্রিকেটে ফিরলেন ধোনি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:১৯

রাঁচিতে নেট অনুশীলনে ধোনি ভারতীয় ভক্তরা তো বটেই, দেশটির ক্রিকেট বোর্ডের কর্তারা পর্যন্ত ধন্দে! মানুষটা মহেন্দ্র সিং ধোনি বলেই হয়তো আগে থেকে কিছু আঁচ করা সম্ভব নয়। বিষয়টা যখন অবসর প্রসঙ্গ, তখন ‘ঠাণ্ডা মাথায়’ তার কী হিসাব কষা আছে, তা জানতে অপেক্ষা ছাড়া উপায় নেই। তবে আপাতত যে অবসর নিয়ে কোনও ভাবনা নেই, সেটা তার অনুশীলনে ফেরার দৃশ্যে স্পষ্ট।

অনেক জল্পনা-কল্পনা শেষে ক্রিকেটে ফিরলেন ধোনি। বৃহস্পতিবার নিজ শহর রাঁচিতে নেট অনুশীলন করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। গত জুলাইয়ে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা ধোনি রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে বেশ খানিক সময় নেট অনুশীলন করেছেন। তাতে এই উইকেটরক্ষকের আন্তর্জাতিক আঙিনায় ফেরার জোরালো বাতাস বইতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে।

যদিও সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়তো ফেরা হচ্ছে না ধোনির। টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানো সাবেক এই অধিনায়ক এখন আছেন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে। ক্যারিবিয়ানদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শুরু ৬ ডিসেম্বর। তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টির এই সিরিজে ধোনিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া আজ (শুক্রবার) বিসিসিআইয়ের এক কর্তাও ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না ধোনি।’

অনেকেরই ধারণা ছিল, ২০১৯ বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেবেন ধোনি। তা তো হয়ইনি, উল্টো সামরিক জীবন নিয়ে ক্রিকেট থেকে ‘ছুটি’তে যান তিনি। ফলে তার অবসরের গুঞ্জন আরও ডালপালা মেলে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও সবশেষ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও জাতীয় দলের বাইরে ছিলেন ধোনি।

টানা তিন সিরিজে দলের বাইরে থাকার দৃশ্যপটে ধোনির ভবিষ্যৎ নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন। যদিও বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ধোনির হাতেই ছেড়ে দিতে চান তার ভবিষ্যতের সিদ্ধান্ত। ধোনি নিজে অবশ্য এখন পর্যন্ত অবসর কিংবা ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি।

তবে ‘স্বেচ্ছা নির্বাসন’ থেকে অনুশীলনে ধোনির ফেরা ইঙ্গিত দিচ্ছে, এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৮ পেরিয়ে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পিটিআই

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ