X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘আম্পায়ারেরও গোলাপি বলের অনুশীলনে থাকা উচিত’

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ২৩:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১০:৫৬

‘আম্পায়ারেরও গোলাপি বলের অনুশীলনে থাকা উচিত’ ক্রিকেটে সাধারণত লাল ও সাদা বলেই অভ্যস্ত আম্পায়াররা। হঠাৎ করে গোলাপি বলে খেলা হলে সেটা খেলোয়াড়ের সঙ্গে আম্পায়ারদের জন্যও কঠিন হয়ে ওঠে বলে মনে করছেন সাবেক আইসিসি আম্পায়ার সাইমন টফেল।

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের দিবা-রাত্রির টেস্ট। ইডেন গার্ডেনসের এই ম্যাচ দিয়েই দল দুটি প্রথমবার নামতে যাচ্ছে গোলাপি বলের ক্রিকেটে। প্রস্তুতিতে তাই কমতি নেই খেলোয়াড়দের। শুধু তাদের জন্য নয়, গোলাপি বলে সিদ্ধান্ত দিতে ফিল্ড আম্পায়ারদের সামনেও চ্যালেঞ্জ দেখছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার টফেল।

অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্টে আইসিসির আম্পায়ার পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন টফেল। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে অবসরে যাওয়া এই অস্ট্রেলিয়ানের মতে, গোধূলির সময় বল দেখতে ব্যাটসম্যানের সঙ্গে আম্পায়ারদেরও সমস্যা হয়। এজন্য খেলোয়াড়দের নেট অনুশীলনের সময় আম্পায়ারদেরও সেখানে উপস্থিত থাকা উচিত বলে মনে করছেন তিনি।

আজ (মঙ্গলবার) ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে টফেল বলেছেন, ‘জানি না তারা (আম্পায়ার) বিশেষ ধরনের কোনও লেন্স ব্যবহার করেন কিনা। বিষয়টা একেবারেই তাদের ওপর নির্ভর করে। তবে তারা যতটা সম্ভব নেট অনুশীলনে থাকতে পারে।’

সঙ্গে যোগ করেছেন, ‘তারা খেলোয়াড়দের নেট অনুশীলনে যাবেন এবং বল দেখার কাজটা করবেন। আম্পায়ারেরও গোলাপি বলের অনুশীলনে থাকা উচিত। তাহলে সঠিক বিষয়টা তাদের চোখে ধরা পড়বে এবং আত্মবিশ্বাস বাড়বে।’

গোধূলি সময়কে গোলাপি বল দেখার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করছেন টফেল, ‘গোধূলির সময়, যখন আলোর পরিবর্তন হয়- এটা ব্যাটসম্যানদের বল দেখার ক্ষেত্রে সবচেয়ে কঠিন সময়। আমার মতে, একই চ্যালেঞ্জের মুখে পড়েন আম্পায়াররাও। ব্যাটসম্যানদের মতো বল দেখতে তারাও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন। পিটিআই

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা