X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টিকিট না পেয়ে ক্ষুব্ধ কলকাতার দর্শকরা (ভিডিও)

রবিউল ইসলাম, কলকাতা থেকে
২০ নভেম্বর ২০১৯, ১৬:২২আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৭:৫১

ইডেনের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় ৩ বছর আগে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে হাহাকার ছিল কলকাতায়। আইপিএলের কুড়ি ওভারের টুর্নামেন্টে এই হাহাকার প্রায়ই চোখে পড়ে। তাই বলে টেস্ট ক্রিকেটেও টিকিটের জন্য হন্যে হয়ে খোঁজ করা? ইডেনে প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলছে বাংলাদেশ ও ভারত। এ কারণেই দর্শকদের উন্মাদনা মাত্রাছাড়া!  টিকিট না পেয়ে তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতার দর্শকরা।

২২ নভেম্বর ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছে ইডেন গার্ডেনস। সেই মুহূর্তের সাক্ষী থাকতে মরিয়া ওপার বাংলা। ইডেন সংলগ্ন ময়দানে শুধু একটাই আকুতি, 'দাদা একটা টিকিট হবে? অ্যাট লিস্ট পয়সার বিনিময়ে হলেও একটা টিকিট দিন।'

আইপিএল হোক বা টেস্ট, ইডেনের টিকিট বিক্রি হয় মোহামেডান মাঠ থেকে। সেখানেই কয়েক দিন হাজির হয়েছিলেন টিকিট প্রত্যাশীরা।

হন্যে হয়ে টিকিট খুঁজছেন ক্রিকেট ভক্তরা গত দুইদিন ধরে অবশ্য সেটাও করছেন না ক্রিকেট অনুরাগীরা। সরাসরি ইডেনেই চলে আসছেন। আজ যেমন সকাল থেকে ইডেনের প্রধান ফটকের সামনে ছিল বিশাল জটলা। টিকিট না পেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করতে দেখা গেছে ক্রিকেটপ্রেমী জনতাকে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তাদের স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।

টিকিট না পেয়ে সুবীর নামে এক ক্রিকেটপ্রেমী ক্ষোভ উগড়ে দিলেন এভাবে, “৫০ রুপির টিকিট বিক্রি হচ্ছে ৭০০ রুপিতে! এভাবে হয় নাকি? আইপিএলেও এমন হয়, প্রতি ম্যাচেই এমন হয়। এনিয়ে প্রশ্ন করলেই বলে, ‘সরে যান। আমরা কী করতে পারি? আমাদের হাতে কিছু নেই।’ এক সপ্তাহ ধরে এখানে আসছি, কিন্তু টিকিট পাচ্ছি না। উল্টো পুলিশ তাড়িয়ে দিচ্ছে।”
সাধারণ মানুষের কাছে টিকিট না যাওয়ার কারণ অবশ্য ভিন্ন। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে ৯৪টি ক্লাব ছাড়াও ৪৫টি বিভাগের ইউনিট আছে। সবমিলিয়ে ১৩৯ টি সংস্থাকে ২০০টি করে ২৭ হাজার ৮০০ টিকিট দিতে হচ্ছে। এর বাইরে ভারত ও ভারতের বাইরের অতিথিরা আছেন। যে কারণে টিকিট নিয়ে হাহাকার দেখা যাচ্ছে।

টিকেটের কতটা সংকট তা বোঝাতে এর চেয়ে ভালো উদহারণ বোধহয় হবে না। তিন বছর ধরে ইডেনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করা সুজন মুখার্জির কাছে তারই পরিচিত একজন দুটো টিকিট চাইতে এলেন। এতো বড় পদে থেকেও তার কাছে টিকিট নেই বলে সাফ জানিয়ে দিলেন। কৃষাণ নামের এই ব্যক্তি টাকার বিনিময়ে  টিকিট পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করলে সুজন তাকেও নিষেধ করে দিলেন।  তিনি কিছুটা হাস্যরস করেই বললেন, ‘টিকিট সত্যিই সোনার হরিণ। আমার বউ-বাচ্চারা খেলা দেখতে চাইছে। কী করে দেখাবো, সেটাই বুঝতি পারছি না।’

টিকিট বিক্রি হয়ে যাওয়াতে ভীষণ রোমাঞ্চিত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, ‘আমি রোমাঞ্চিত। চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শেষ কবে এভাবে টেস্টে চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে, তা আমার মনে পড়ে না ‘

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!